Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইরাকের বাংলাদেশী শ্রমিকরা ইরানে আশ্রয় নিতে পারবে

এক্সপ্রেস ডেস্ক ॥ ইরাকের পরিস্থিতি খারাপ হলে সেদেশে অবস্থানরত বাংলাদেশী শ্রমিকরা অস্থায়ীভাবে ইরানে আশ্রয় নিতে পারবেন বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। গতকাল রোববার সকালে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে মাইগ্রেশন ক্রাইসিস অবজারভেশন কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রী বলেন, ইরাকে বাংলাদেশী শ্রমিকদের নিয়ে ঢাকায় ইরান দূতাবাসের সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনা হয়েছে। এছাড়া ইরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসও বাংলাদেশী শ্রমিকদের আশ্রয় দিতে প্রস্তুত রয়েছে। তবে তিনি বলেন, এখন পর্যন্ত ইরাকে বাংলাদেশীদের আতঙ্কিত হওয়ার কোনো পরিবেশে সৃষ্টি হয়নি। তারপরও শ্রমিকদের তিনি পর্যাপ্ত পরিমাণ খাবার ও পানিসহ নিরাপদ জায়গায় আশ্রয় নেয়ার জন্য পরামর্শ দেন। প্রয়োজনে দলবদ্ধভাবে থাকারও আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, বাংলাদেশী নাগরিকরা ইরাকের বিবদমান কোনো পক্ষের টার্গেট নয়। তবে বাংলাদেশী শ্রমিকদের সকল পরিস্থিতি এড়াতে আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। প্রয়োজনে লিবিয়া থেকে শ্রমিক ফেরত আনার বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মাধ্যমে পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। বৈঠকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ প্রধান শরৎ দাস বলেন, আটকেপড়া বাংলাদেশি শ্রমিকদের সর্বাত্মক সহযোগিতা করবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। তবে তাদেরকে ফেরত আনার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। যদি এ রকম কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে দ্রুততম সময়ে কিভাবে ফেরত আনা যায় সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।