Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে মাদক নিয়ে সরকারি কর্মকর্তাসহ দুইজন আটক

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের বাল্লা সীমান্ত দিয়ে মাদক নিয়ে আসার সময় মোহাম্মদ আবুল হাসিম (৩৫) নামের এক সরকারি কর্মকর্তাসহ দুইজনকে আটক করেছে বিজিবি। গত বুধবার রাত ১০টায় চুনারুঘাট উপজেলা এলজিইডি অফিসের হিসাব রক্ষণ কর্মকর্তা হাসিম ও রাজনৈতিক দলের নেতা শওকত আজাদ (৩০) মোটর সাইকেলযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে আসছে এমন খবর পেয়ে বিজিবির একটি দল তাদের আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশী করে প্যান্টের পকেট থেকে ১শ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে বিজিবি বাদি হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে চুনারুঘাট থানায় সোপর্দ করে। আজাদ চুনারুঘাট উপজেলার এনাতাবাদ গ্রামের আব্দুল হকের পুত্র। এ বিষয়ে চুনারুঘাট উপজেলা এলজিইডির প্রকৌশলী খন্দকার গোলাম শওকত জানান, ওই দিন রাতে হাসিম গাজীপুরে তার এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে একজন লোক তার মোটর সাইকেলে উঠে গাজিপুর যাওয়ার জন্য। মাদক তার কাছেই ছিলো। হাসিমকে ফাঁসানো হয়েছে বলে জানান তিনি। ওসি (তদন্ত) চম্পক ধাম জানান, আইনের উর্ধ্বে কেউ নন, হোক সে সরকারি কর্মচারি কিংবা সাধারণ মানুষ। আজ শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে। তবে তাদের সাথে আর কারা জড়িত আছে এ সব তথ্য জানতে আদালতে রিমান্ডের আবেদন করা হতে পারে।