Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবল কলেজে পরীক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ অর্থ পরিশোধ করতে গিয়ে অনেক অভিভাবককে গরু, ছাগল বিক্রি ও জমিজমা বন্ধক এবং চওড়া সুদে ঋণ গ্রহণ করতে হয়েছে বলে উল্লেখ করে বৃহস্পতিবার অপরাহ্নে অর্ধশতাধিক শিক্ষার্থী একটি লিখিত অভিযোগ দাখিল করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে। শিক্ষার্থীদের অভিযোগ, বাহুবল কলেজ কর্তৃপক্ষ শিক্ষা বোর্ডের দেওয়া নির্দেশনা উপেক্ষা করে নির্ধারিত বোর্ড ফি’র সঙ্গে আদায় করছে অতিরিক্ত ১ হাজার টাকা। এছাড়াও করোনাকালীন সময়ে কলেজ বন্ধ থাকলেও আদায় করা হচ্ছে পরিবহন ফি। এতে ক্ষুব্ধ সৃষ্টি হয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ফরম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বোর্ড ফি ৮০০ টাকা, কেন্দ্র ফি (ব্যবহারিক সহ) ৩৬০ টাকা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য বোর্ড ফি ৭৭০ টাকা, কেন্দ্র ফি ৩০০ টাকা আদায় করার কথা। সে অনুযায়ী এইচএসসি পরীক্ষার জন্য শুধু বোর্ড নির্ধারিত পরীক্ষা ফি ও সংশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বকেয়া বেতন ছাড়া অন্য কোন অর্থ আদায় করতে পারবে না শিক্ষা প্রতিষ্ঠান। এই নির্দেশনা অমান্য করলে সংশিষ্ট প্রতিষ্ঠানের ফরম পূরণ প্যালেন বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। কিন্তু এ নির্দেশনা উপেক্ষা করেই অতিরিক্ত অর্থ আদায় করছে বলে অভিযোগ পত্রে উল্লেখ করেছে বাহুবল কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা।
বাহুবল উপজেলা সদরে অবস্থিত বাহুবল কলেজটি ২০০৩ সালে বেসরকারি কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়। বিগত সালে ২০১০ সালে কলেজটি এমপিও-ভূক্ত হয়। বর্তমানে কলেজটিতে একাদশ, দ্বাদশ শ্রেণি ছাড়াও স্নাতক পাস ও সম্মান কোর্স চালু আছে। এ বছর ৩৮০ জন নিয়মিত সহ মোট ৭১৩ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মনোনিত হয়েছে। পরীক্ষার্থী জয়নুল ইসলাম বলেন, এইচএসসি পরীক্ষার্থীর ফরম পূরণে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ইনস্টিটিউশন ফি’র নামে নেয়া হচ্ছে অতিরিক্ত ১ হাজার টাকা। যা বোর্ড নির্ধারিত ফি’র প্রায় সমান। করোনা অতিমারির প্রভাবে আমাদের অধিকাংশ পরিবারই মারাত্মক অর্থ সংকটে আছে। এ পরিস্থিতিতে আমাদের অনেকের পক্ষেই বোর্ড নির্ধারিত ফি পরিশোধই পরিশোধ করা সম্ভব হচ্ছে না। তার উপর অতিরিক্ত অর্থ পরিশোধ করতে অনেক অভিভাবকই অপারগ। আরেক শিক্ষার্থী সাইকুল ইসলাম বলেন, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিকট থেকে ১১৬০ টাকা ও মানবিক বিভাগের শিক্ষার্থীর নিকট থেকে ১০৭০ টাকা নেয়ার কথা থাকলেও যথাক্রমে ২১৬০ ও ২০৭০ টাকা নেওয়া হচ্ছে। বোর্ড কর্তৃক নির্ধারিত ফি জমা দেওয়ার বিষয়ে আমরা কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা এ বিষয়ে আমাদের সদোত্তর না দিয়ে উল্টো উক্ত টাকা পরিশোধ না করলে আমাদেরকে এইচএসসি পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের ছাত্রত্ব বাতিল করা হবে বলেও বলা হচ্ছে। এইচএসসি পরীক্ষার্থী মইন উদ্দিন তালুকদার সাকিব বলেন, কলেজের পক্ষ থেকে আমাদের মাসিক বেতন ১০০ টাকা হারে এবং পরিবহন ফি ৫০ টাকা হারে কয়েক দফায় সর্বমোট ৩ হাজার ৬শত টাকা নেওয়া হয়েছে। অথচ ২০২০ সনের ১৭ মার্চ থেকে বর্তমান সময় পর্যন্ত পরিবহন বন্ধ ছিল। সকল শিক্ষার্থীরা দুই বছরের মাসিক বেতন বাবদ ২ হাজার ৪শ ও পরিবহন ফি (প্রযোজ্য ক্ষেত্রে) ১ হাজার ২শ টাকা পরিশোধ করেছি। অধিকাংশ শিক্ষার্থীর অভিভাবককেই উক্ত টাকা পরিশোধ করতে গিয়ে চওড়া সুদে ঋণ এবং ত্রে বিশেষে গরু, ছাগল ও জমিজমা বিক্রি এবং বন্ধক রাখতে হয়েছে। বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব-এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, অনলাইনে ফরম পূরণের ক্ষেত্রে বোর্ড যেভাবে নির্দেশনা দিয়েছে আমরা সেভাবেই অর্থ আদায় করছি। তিনটি অংশে অর্থ নেওয়া হচ্ছে। একটি অংশ বোর্ড, একটি অংশ কেন্দ্র ও আরেকটি অংশ কলেজের। কলেজের অংশটি প্রতিষ্ঠানের বিভিন্ন খাত আছে তাতে ব্যয় করা হয়। বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খৃষ্টফার হিমেল রিছিল-এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।