Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবল উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নীহার রঞ্জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানি মামলা

স্টাফ রিপোর্টার ॥ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাহুবল উপজেলা শাখার সভাপতি নীহার রঞ্জন দেবের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সহ-যুগ্ম সাধারণ সম্পাদক নিরঞ্জন সাহা নিরু। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-৯ এ তিনি মামলাটি দায়ের করেন।
মামলায় বাদী নিরঞ্জন সাহা নিরু উল্লেখ করেন- তিনি বাহুবলের মিরপুর বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সহ-যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি একজন আয়কর দাতা। তিনি নিয়মিত আয়কর পরিশোধ করে আসছেন। তাছাড়া তিনি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। বিভিন্ন সেবামূলক সংগঠনকে তিনি আর্থিক সাহায্য করে থাকেন। বিভিন্ন ধর্মীয় মন্দিরে সর্বদা আর্থিক অনুদান এবং মন্দির সংস্কার কাজে নিয়মিত সাহায্য করে থাকেন। তিনি ৫ বার মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্ণিং বডির সভাপতি এবং ভুলকোট আদর্শ উচ্চ বিদ্যা নিকেতনের ম্যানেজিং কমিটির সভাপতি। তিনি সুনামের সাথে ব্যবসা করে সাফল্য অর্জন করায় অনেকেই তাঁর সাফল্য মেনে নিতে পারেনি। তারা তাঁর ক্ষতি ও মানহানি হয় এরূপ কাজ করতে থাকে। এই আক্রোশে নীহার রঞ্জন দেব গত ১৪ জুন দুপুরে বাহুবল অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃংখলা কমিটির সভায় পরিকল্পিতভাবে তাকে হেয় করার উদ্দেশ্যে মানহানিকর বক্তব্য দিয়ে কার্য বিবরণী প্রস্তুত করার জন্য জোর দাবি জানায়। মামলার বাদীর অভিযোগ- এই প্রস্তাবে নীহার রঞ্জন দেব ইচ্ছাকৃতভাবে তাঁর মানহানি হয় এমন বক্তব্য দেন। বাদীর দাবি আইন-শৃংখলা কমিটির সভায় নীহার রঞ্জন দেব পূর্ব পরিকল্পনায় ও পূর্ব আক্রোশে মিথ্যা বানোয়াট কিছু কথা বলে তাঁর ২ কোটি টাকার মানহানি করেছেন। তিনি এখন পর্যন্ত কোন অবৈধ কাজ করেননি বা জড়িত ছিলেন না। অবৈধ মাদক ব্যবসা বা তা সরবরাহ করারও কোন কারণ নেই। তিনি অদ্যাবধি হবিগঞ্জ জেলার কোন থানায় গ্রেফতার হননি বা তিনি কোন মামলা মোকদ্দমার আসামীও নন। তিনি মামলার আসামী নীহার রঞ্জন দেব’র বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। শুনানী শেষে বিজ্ঞ বিচারক আসামীর বিরুদ্ধে সমন জারি করেন। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট দেবাঞ্জন ভট্টাচার্য্য। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, অ্যাডভোকেট সবুর চৌধুরী বাবুল, অ্যাডভোকেট আব্দুল মজিদ ও অ্যাডভোকেট বদরুল আলম।