Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে হার্ট ফাউন্ডেশনের ৩ দিন ব্যাপী উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ শুরু

প্রেস বিজ্ঞপ্তি ॥ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় হবিগঞ্জ জেলার ৬ টি উপজেলার চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবায় সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯ ঘটিকায় ২৫০ শয্যা বিশিষ্ট হবিগঞ্জ সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। উক্ত প্রশিক্ষণে প্রতি ব্যাচে ২৫ জন করে ৬ টি উপজেলার মোট ৭৫ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবেন। প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন হার্ট ফাউন্ডেশন, হবিগঞ্জ এর সভাপতি অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক সফিকুল বারী আউয়াল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুখলিছুর রহমান উজ্জল, প্রকল্প ম্যানেজার ডাঃ মাহফুজুর রহমান ভূইঞা ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডাঃ শামীম জুবায়ের। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রোজেক্ট অফিসার মোঃ সাজ্জাদ হোসেন। এই প্রকল্পের আওতায় জেলার ৬টি উপজেলার ১৮ ও তদুর্ধ বয়সী নাগরিকদের উচ্চ রক্তচাপ জনিত রোগের প্রয়োজনীয় চিকিৎসা, ঔষধ ও পরামর্শ প্রদান করা হবে। সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সেবা প্রদান করা হবে। সরকারের স্বাস্থ্য অধিদপ্তর এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশ যৌথভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। হার্ট ফাউন্ডেশন হবিগঞ্জ প্রকল্প বাস্তবায়নে স্থানীয়ভাবে সমন্বয়, প্রচার ও সার্বিক সহযোগিতা প্রদান করবে।