Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ পৌরসভার টিএলসিসি’র সভায় উন্নয়ন পরিকল্পনা অনুমোদন

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) বিশেষ সভায় পৌরসভা উন্নয়ন পরিকল্পনা অনুমোদন করা হয়েছে। গতকাল রবিবার পৌরভবনের সভাকক্ষে মেয়র আলহাজ্ব জি কে গউছের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় টিএলসিসি’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরন প্রকল্পের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হয়। উন্নয়ন পরিকল্পনার ৩টি ধাপের ১ম পর্যায়ে রয়েছে ১২ কোটি টাকার রাস্তা উন্নয়ন, ৭ কোটি টাকার ড্রেন নির্মাণ ও বিদ্যুত লাইন সম্প্রসারন। এর মধ্যে শহরের প্রধান সড়কের পাশে ড্রেন নির্মান কাজ অন্তর্ভুক্ত রয়েছে। ১ম পর্যায়ে মোট ১৯ কোটি ২৫ লাখ টাকার উন্নয়ন কাজ বাস্তবায়িত হবে। ২য় পর্যায়ে প্রায় ৪১ কোটি টাকার রাস্তা, ড্রেন, শিশুপার্ক, ট্রাক টার্মিনাল, পৌর পানি শোধনাগার নির্মানসহ অন্যান্য উন্নয়নকাজ অন্তর্ভুক্ত রয়েছে। ৩য় পর্যায়ে ১৫ কোটি টাকার রাস্তা, ড্রেন নির্মান ও বস্তি উন্নয়ন কাজ অন্তর্ভুক্ত রয়েছে। সভায় উপস্থিত ছিলেন প্রফেসার ইকরামূল ওয়াদুদ, ডাঃ জমির আলী, জাহান আরা আফছর, শফিকুর রহমান ফারছু, হারুনুর রশীদ চৌধুরী, ইমদাদুর রহমান বাবুল, মোঃ হিরাজ মিয়া, আব্দুল মোতালিব মমরাজ, ফনী ভুষণ দাস, নুরুল ইসলাম নানু, আজিজুর রহমান কাজল, পৌর কাউন্সিলর শেখ নুর হোসেন, গৌতম কুমার রায়, মোঃ আলমগীর, দিলীপ দাস, সৈয়দা লাভলী সুলতানাসহ অন্যান্যরা।