Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ স্বাস্থ্য বিভাগে ৭টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আড়াইশ শয্যা জেলা সদর হাসপাতালে অক্সিজেন সমস্যা কেটে গেলেও হবিগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অক্সিজেন সমস্যা রয়েই গেছে। ১৬ আগস্ট হবিগঞ্জের ৭টি হাসপাতালে প্রদানের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে হবিগঞ্জ স্বাস্থ্য বিভাগে ৭টি অক্সিজেন কনসেন্ট্রেটর দেয়া হয়েছে। ঢাকাস্থ হবিগঞ্জ এসোসিয়েশন ও তরফদার ফাউন্ডেশনের উদ্যোগে এই কনসেন্ট্রেটরগুলো দেয়া হয়। এ উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুখলিছুর রহমান উজ্জল, তরফদার ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা জিয়াউল হাসান তরফদার মাহিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, ঢাকাস্থ হবিগঞ্জ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, তরফদার হিয়ারিং সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আরিফুল হাসান তরফদার। সভাপতিত্ব করেন ঢাকাস্থ হবিগঞ্জ এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি শফিকুল বারী আউয়াল। এ সময় জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন-এই মহামারিতে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। সকলের সহযোগিতার মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধ করতে হবে। যার একান্ত প্রচেষ্টায় এসব অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করা হয়েছে তিনি হলেন ঢাকাস্থ হবিগঞ্জ এসোসিয়েশনের সভাপতি ও হবিগঞ্জের কৃতি সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাক-কান গলা বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ কামরুল হাসান তরফদার।