Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে লাখাই মুক্তিযোদ্ধা সরকারী কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট লাখাই মুক্তিযোদ্ধা সরকারী কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ মোঃ জাবেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ। বিশেস অতিথি ছিলেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, লাখাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দেব। প্রভাষক রাজীব আচার্য্য এর পরিচালনায় কোরান তেলাওয়াত করেন তোফাজ্জল হোসেন, গীতা পাঠ করেন প্রভাষক তাপস কিশোর রায়। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ কাইয়ূম আলী, সহকারী অধ্যাপক মোঃ মুজিবুল হক, সিনিয়র প্রভাষক সৈয়দ মোঃ আফজাল মিয়া, সিনিয়র প্রভাষক প্রভাষক তাপস কিশোর রায় প্রভাষক কৃষ্ণমোহন বণিক, প্রভাষক মোঃ আলী আজম, প্রভাষক সুরঞ্জন চন্দ্র দেব, প্রভাষক মোঃ সেলিম মিয়া, প্রভাষক তাহমিনা সুলতানা, প্রভাষক মোঃ নজরুল ইসলাম, প্রভাষক নয়ন চন্দ্র দাস, অফিস সহকারী মোঃ হাফিজুর রহমান, হিসাব রক্ষক আলমগীর চৌধুরী প্রমুখ। দোয়া পরিচালনা করেন লাব্রেরীয়ান মোঃ কাউছার আহমেদ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ জাবেদ আলী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করেন। তিনি আলোচনা সভা ও দোয়া মাহফিল সফল করায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।