Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বৃন্দাবন সরকারি কলেজ জাতীয় শোক দিবস পালন

শামসুদ্দিন রাজন ॥ ১৫ আগস্ট রবিবার সূর্যোদয়ের সাথে সাথে কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ ইলিয়াস বখত চৌধুরী কর্তৃক পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় শোক দিবস পালনের কার্যক্রম শুরু হয়। সকাল ৯ ঘটিকায় কলেজের শিক্ষকদের সাথে নিয়ে অধ্যক্ষ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপন করেন। তাছাড়া ছাত্রছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে অনলাইনে কবিতা আবৃত্তি ও জীবনীভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকাল ৩ টায় শিক্ষক পরিষদ কর্তৃক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয় এবং সেমিনার অনুষ্টিত হয়। সেমিনারে বঙ্গবন্ধু হত্যাকান্ড ঃ স্বাধীনতা উত্তর বাংলাদেশের উন্নয়নে আকষ্মিক ছন্দপতন শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতি বিভাগের প্রভাষক প্রিয়াংকা বিশ্বাস। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মোঃ ইলিয়াছ বখত চৌধুরী। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান, সাবেক উপাধ্যক্ষ প্রফেসর অজয় কুমার দাস মহালদার, প্রফেসর শাহনাজ পারভীন ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং কলেজের শিক্ষকবৃন্দ। আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক তোফাজ্জল আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ মোসলেম উদ্দিন, মাহবুবা খানম চৌধুরী, হায়াত মাহমুদ রাসেল, প্রফেসর মোঃ রফিকুল ইসলাম মল্লিক, প্রফেসর শাহনাজ পারভীন, প্রফেসর অজয় কুমার দাস মহালদার ও প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান। সভাপতির বক্তব্যে নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ ইলিয়াস বখত চৌধুরী স্বাধীনতা যুদ্ধের পর জাতির পিতা শিক্ষকদের নয় মাসের বকেয়া বেতন পরিশোধ করে শিক্ষকদের যে সম্মান দেখিয়েছেন তার ভূয়সী প্রসংশা করেন। তাছাড়া জাতীয় উন্নয়নে বঙ্গবন্ধুর গৃহীত ব্যাপক যুগান্তকারী পদক্ষেপের কথা উল্লেখ করেন। বক্তব্যে সবাই বাঙ্গালী জাতির স্বপ্নদ্রষ্টা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনা করেন।