Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ সদর হাসপাতাল ॥ রোগীর খাবার অন্যত্র বিক্রির অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের বাবুর্চি গুণি মিয়া ওরফে আব্দুল গনির বিরুদ্ধে রোগীদের খাবার অন্যত্র বিক্রি করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনকি রোগীরা টাকা না দিলে তাদেরকে খাবারও দেয়া হয় না। এ বিষয়ে প্রতিকার চেয়ে জাবেদা খাতুন ও হাসপাতালের বেশ কয়েকজন কর্মচারি তত্ত্বাবধায়কের বরাবরে লিখিত অভিযোগ করেছেন। জানা যায়, দীর্ঘদিন ধরে সদর হাসপাতালে গুণি মিয়া চাকরির সুবাদে রোগী ও হাসপাতালের স্টাফদের সাথে দুর্ব্যবহার করে আসছেন। এমনকি ঠিকমতো রোগীদের খাবারও বিতরণ করা হচ্ছে না। রোগীদের খাবার হাসপাতালের কয়েকজন স্টাফের কাছে জনপ্রতি মাসে ৩ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছেন। অল্প টাকায় উন্নতমানের খাবার অনায়াসে হাসপাতালের কতিপয় কর্মচারি গুণি মিয়ার কাছ থেকে ক্রয় করছেন। গত ৭ আগষ্ট পইল গ্রামের জবেদা খাতুন শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। যার রেজিঃ নং-৭৪৫০। কিন্তু অদ্যাবদি পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও কোনো খাবার পাচ্ছেন না। উক্ত বাবুর্চির কাছে খাবার চাইলে তিনি বিভিন্নভাবে এড়িয়ে যান। এরকম আরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রোগীরা বারবার কর্তৃপক্ষকে বলার পরও গুণি মিয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। গত বৃহস্পতিবার তার বিরুদ্ধে এ অভিযোগ দেয়া হয়। অভিযোগে স্বাক্ষর করেন হাসপাতালের কর্মচারি জহুর আলী, লাল মিয়া, রাজিয়া খাতুন, সুফিয়া খাতুন, সৈয়দ মুহিবুর রহমান, সঞ্জিত হরিজন, মোঃ ফরিদ মিয়া, ফারুক মিয়া, আনোয়ার হোসেন। এ বিষয়ে গুণি মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, আমার সহকারিরা উক্ত রোগীকে দিয়ে ষড়যন্ত্র করে অভিযোগ দায়ের করেছে। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। তবে তিনি এ কথা স্বীকার করেন কোনো কোনো সময় হাসপাতালের সিনিয়র স্টাফদের হালকা নাস্তা দেন। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মমিন উদ্দিন জানান, রোগীদের খাবার অন্যত্র বিক্রি করা অপরাধ। যদি তিনি এরকম করে থাকেন আজ শনিবার অফিসে গিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।