Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গ রাজবাড়িতে পুনাক এর সাধারণ সভা অনুষ্ঠিত ॥ নারী কর্মসংস্থান ও জনকল্যাণে ভূমিকা রাখছে পুনাক-মিসেস তাহেরা রহমান

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ নারী কর্মসংস্থান ও জনকল্যাণে ভূমিকা রাখছে পুনাক, পুলিশ পরিবারের নারী সদস্যদের সার্বিক কল্যাণে পুনাককে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করতে হবে। নিজেদের মধ্যে সম্প্রীতির পাশাপাশি পুনাক দেশ ও জনগনের পাশে থেকেছে সবসময়। বিভিন্ন সময়ে অসহায়, দু:স্থ মহিলাদের সেলাই মেশিন উপহার দেয়া, ঈদ-পূজা-পার্বণে নারীদের বিভিন্ন উপহার সামগ্রী দেয়া, প্রশিণের ব্যবস্থা করা, মেলার আয়োজন করা সহ নানাবিধ কল্যাণমূলক কার্যক্রম হাতে নিয়ে থাকে পুনাক। হত-দরিদ্রদের জন্য সময়ে সময়ে পুনাকের বিভিন্ন কর্মমূখী ও কল্যাণমূলক কার্যক্রম দৃষ্টি আকর্ষণ করেছে অনেকের। আগামীতে অসহায় নারীদের পাশে থেকে পুনাক আরো বেশী উদ্ভাবনী কার্যক্রম হাতে নিতে চায়। একাজে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকাল ৪টায় বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী রাজবাড়িতে পুনাক এর সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ও পুলিশ সুপার পত্মী মিসেস তাহেরা রহমান এসব কথা বলেন। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমার পত্মী এনি চাকমার পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে’র পত্মী শর্মীলা দে।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমু, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মহসীন আল মুরাদ,অতিরিক্ত পুলিশ সুপার মাধবপুর সার্কেল মহসীন আল মুরাদের পত্মী শামীমা নাছরিন দিপি, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম, বানিয়াচং থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাশ, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের পত্মী নুসরাত জাহান লিজা, এস আই শামছুল ইসলামের পত্মী ঋতু বেগমসহ বানিয়াচং থানা ও আজমিরীগঞ্জ থানার বিভিন্ন অফিসার ও তাদের পত্মীগণ। এতে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণও উপস্থিত ছিলেন।