Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মেসিতেই রক্ষা আর্জেন্টিনার আর্জেন্টিনা ১, ইরান ০

এক্সপ্রেস ডেস্ক ॥ অতিরিক্ত সময়ে মেসির গোলে আর্জেন্টিনার সম্মান রক্ষা হলো। আক্রমণাত্মক আর্জেন্টিনাকে রক্ষণাত্মক হয়ে ইরান ৯০ মিনিট পর্যন্ত ঠেকিয়ে রাখতে সক্ষম হলেও অতিরিক্ত সময়ে এসে মেসির গোলে পরাজিত বরণ করতে বাধ্য হয় ইরান। খেলার শুরু থেকে একের পর এক আক্রমণ চালিয়ে যায় আর্জেন্টিনা। আর আক্রমণের চাপ সামলাতে গলদঘর্ম হচ্ছে ইরান। ম্যাচের ১৩ মিনিটে গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্জেন্টাইনরা। ফারনান্দো গ্যাগো এবং গনঞ্জালো হিগুয়েনের প্রচেষ্টা ব্যর্থ হয়। ম্যাচের ১৯ ও ২২ মিনিটে ডি মারিয়া ও হিগুয়েন-এগুয়েরোর দুটি প্রচেষ্টা ব্যর্থ হয়। ৩২ মিনিটে গোলবারের ২৫ গজ দূরে থেকে একটি ফ্রি-কিক পেলেও গোল বঞ্চিত হয় মেসিবাহিনী।
পুরো সময় আর্জেন্টিনার পায়ে বল থাকলে ইরান তাদের রক্ষণভাগ সামলাতে ব্যস্ত ছিল। এর মাঝেও ৪২ মিনিটে পাওয়া একটি কর্ণার কিক থেকে কুইরোজ শিষ্যরা গোল আদায় করে নেয়ার সুযোগ নষ্ট করে।
বিশ্বকাপের ২০তম আসরের ‘এফ’ গ্র“পে নিজেদের দ্বিতীয় খেলায় মাঠে নেমেছে ফেভারিট আর্জেন্টিনা ও ইরান। এর আগে আর্জেন্টিনা ২-১ গোলে হারিয়েছে বসনিয়া-হার্জেগোভানিয়াকে। প্রতিপক্ষ ইরান ড্র করেছে নাইজেরিয়ার সঙ্গে।
শনিবার রাত ১০টায় ব্রাজিলের বেলো হরিজন্তে মাঠে মুখোমুখি হয় এ দু’দল।
আর্জেন্টিনা একাদশ
সার্জিও রোমেরো (১), এজেকুয়েল গ্যারি (২), পাবলো জাবালেটা (৪), ফার্নান্দো গ্যাগো (৫), গঞ্জালো হিগুয়েন (৯), লিওনেল মেসি (১০), অ্যাঞ্জেল ডি মারিয়া (৭), জাভিয়ার মাশচেরানো (১৪), মার্কোস রোয়ো (১৬), ফ্রেডেরিকো ফার্নান্দেজ (১৭), সার্জিও এগুয়েরো (২০)। কোচ: আলেজান্দ্রো সাবেলা।
ইরান একাদশ
আলিরেজা হকিকি (১২), এহসান হাজিসাফি (৩), জালাল হোসেইনি (৪), আমির হোসেন সাদেকি (৫), জাভেদ নেকুনাম (৬), মাসুদ সোজাই (৭), আন্দ্রানিক তেইমুরিয়ান (১৪), পেজমান মন্তাজেরি (১৫), রেজা গুচানেজহাদ (১৬), আশখান দেজাগহ (২১), মেরদাদ পুলাদি (২৩)।