Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ ব্যবস্থা গ্রহণের নির্দেশে জনমনে স্বস্থি

বিশেষ প্রতিনিধি ॥ নবীগঞ্জে চিকিৎসা সেবায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কর্মরত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রকাশ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী গতকাল দুপুরে উপজেলার পূর্ব বড় ভাকৈর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। খবর পেয়ে কয়েক’শ জনতা ওই চিকিৎসা কেন্দ্রে জড়ো হন। এ সময় স্থানীয় লোকজন অর্থের বিনিময় সরকারী ঔষধ প্রদান ও চিকিৎসক ডাঃ মোহাম্মদ এম এম হাসেমের বিরুদ্ধে বিস্তর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে। অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ওই চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেন কেয়া চৌধুরী। ডাক্তারের সাথে কথা বলেন। প্রাথমিক ভাবে অভিযোগের সত্যতা পেয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ কুতুব উদ্দিনকে ফোনে ঘটনা অবহিত করেন। সচিব আলোচিত ওই ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নিশ্চয়তা দিলে উত্তেজনা প্রশমিত হয়। দ্রুত উদ্যোগ নেয়ায় সংরক্ষিত মহিলা সংসদ সদস্যকে সাধুবাদ জানান এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। অভিযুক্ত ডাক্তার অতিরিক্ত সময়ে প্রাইভেট চিকিৎসার সত্যতা স্বীকার করে বলেন, ব্যক্তিগত চিকিৎসায় লোকজনের নিকট থেকে প্রাপ্য সম্মানি নিয়েছি। ঔষধ বিক্রির অভিযোগ অস্বীকার করেন তিনি।