Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে ভিমরুলের কামড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলায় ভলার আক্রমনে বৃদ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মৃত আবুল হোসেন (৮০) ও অজুতুন নেছা (৬০) আজমিরীগঞ্জ পৌরসভার জুম্মাহাটি এলাকার বাসিন্দা। তাদের সাংসারিক জীবনে কোন সন্তানাদি না থাকায় স্বামী স্ত্রী সংসার ছিল। গতকাল শনিবার ভোররাতে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসাধীন অবস্থায় ৩ ঘন্টার ব্যবধানে স্বামী স্ত্রী মারা গেছেন। তাদের একেক জনের শরীরে বেঙ্গুরের সহস্রাধিক কামড়ের দাগ ছিল বলে চিকিৎসক জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল হোসনের ঘরের সামনে আমগাছে একটি বেঙ্গর (ভলার) চাক ছিল। শুক্রবার বিকালে তিনি ও তার স্ত্রী ঘর থেকে বের হলে বেঙ্গুরের দল তাদেরকে আক্রমণ করে অনেক্ষণ ধরে কামড়ায়। পরে তাদেরকে এলাকাবাসী আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থেকে ভোররাতে দুইজন মারা যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ মোঃ মনির হোসেন বলেন, আবুল হোসেন ও আজুতুন নেছার প্রতিজনের শরীরে বেঙ্গুরের সহস্রাধিক কমাড়ের দাগ রয়েছে। অতিরিক্ত বিষক্রিয়ায় তারা মারা গেছেন। তিনি আরও বলেন, দুইজনেরই হাসপাতালে আইসিউ সাপোর্ট প্রয়োজন থাকায় উসমানী হাসপাতালে রেফার করা হয়েছিল। কিন্তু সঙ্গে পরিবারের আর কোন সদস্য না থাকায় রাতের বেলা নিয়ে যেতে পারেনি।