Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রয়াত ন্যাপ নেতা এডভোকেট সাইদুর রহমান ও ডাঃ ফররুখ আহমেদ চৌধুরীর স্মরণ সভা ও জেলার নয়া কমিটি গঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা ন্যাপের প্রয়াত সভাপতি মরহুম এডঃ সাইদুর রহমান এবং জেলা ন্যাপের প্রয়াত সহ-সভাপতি ডাঃ ফররুখ আহমেদ চৌধুরী স্মরণে হবিগঞ্জ জেলা ন্যাপের উদ্যোগে স্থানীয় আইনজীবি সমিতির মুল ভবনে এক স্মরণ সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল বিকাল ৩ টার দিকে হবিগঞ্জ জেলা ন্যাপের সিনিয়র সহ-সভাপতি প্রবীন আইনজীবি এডভোকেট সদাকত আলী খান ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ (অবঃ) গোকুল চন্দ্র দাশের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে ভাষা সৈনিক প্রাক্তন সংসদ সদস্য অ্যাডঃ চৌধুরী আব্দুল হাই। বিশেষ অতিথি হিসাবে কেন্দ্রীয় ন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, ন্যাপ নেতা অ্যাডঃ আমিনুল ইসলাম, ন্যাপনেত্রী বাংলাদেশ নারী সমিতির সভানেত্রী নাসিমা হক রুবি, সুনামগঞ্জ জেলা ন্যাপের সহ-সভাপতি আব্দুল কদ্দুছ, হবিগঞ্জ জেলা ন্যাপের সহ-সভাপতি অ্যাডঃ স্বদেশ রঞ্জন বিশ্বাস, রনজিৎ কুমার দত্ত, মৌলভীবাজার ন্যাপের সাধারণ সম্পাদক নীহারেন্দু হোম চৌধুরী, সিলেট ন্যাপের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রাধারঞ্জন চৌধুরী কানু বক্তব্য রাখেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ মনজুর উদ্দিন আহমেদ শাহীন, জেলা জাপা নেতা ও জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন তালুকদার, সিপিবি জেলা সভাপতি মোঃ হাবিবুর রহমান, সিপিবির জেলা সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, সিপিবি নেতা অ্যাডঃ মুরলি ধর দাস, বাসদ নেতা সিদ্দিকী হারুন, খোয়াই সম্পাদক শামীম আহছান, জেলা ন্যাপ নেতা প্রীতিকুসুম সিংহ, অনুকুল চন্দ্র দাশ, চৌধুরী ফরহাদ, পবিত্র রঞ্জন দাশ, করুণ চন্দ্র পাল, সুশীতল চন্দ্র দেব, এডভোকেট শিপন কুমার পাল, মোঃ কোরেশ মিয়া, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল হাকিম, জেলা ছাত্র ইউনিয়নের সভানেত্রী মাহমুদা খা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে-চৌধুরী আব্দুল হাই বলেন- ন্যাপ নেতা মরহুম অ্যাডঃ সাইদুর রহমান ছিলেন শোষনমুক্ত সমাজ প্রতিষ্টার আন্দোলনের প্রথম সারির নেতা। আমার ভাই মরহুম ডাঃ ফররুখ আহমেদ চৌধুরী ছিলেন অসম্ভব সংগ্রামী নেতা, হাওড়ের কৃষক মজুরদের জন্য তার অবদান কোনদিনই ভোলার নয়।
স্মরণসভা শেষে জেলা ন্যাপের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অ্যাডভোকেট স্বদেশ বিশ্বাসকে সভাপতি, অ্যাডভোকেট সদাকত আলী খান, অ্যাডভোকেট রনজিৎ কুমার দত্ত, অ্যাডভোকেট সুশীতল দেব, অধ্য (অবঃ) গোকুল চন্দ্র দাশ সহ-সভাপতি, ফরহাদ আহমেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক ও প্রীতিকুসুম সিংহকে সাংগঠনিক সম্পাদক করে হবিগঞ্জ জেলা ন্যাপের ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।