Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ছাত্রলীগ নেতা মাহির ব্যতিক্রমী উদ্যোগ ॥ বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় বাজার পাচ্ছেন দরিদ্র মানুষ

স্টাফ রিপোর্টার ॥ করোনার এই মহাসংকটে দরিদ্র, অসহায়, কর্মহীন ও ছিন্নমূল মানুষের মাঝে মাস ব্যাপী নিত্য প্রয়োজনীয় বাজার বিতরণ করছেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি। ইতিমধ্যেই কয়েক শতাধিক দরিদ্র ব্যক্তি নিয়মিত এই বাজার গ্রহণ করছেন। চলতি মাসের ১৯ জুলাই থেকে বিনা মূল্যে নিত্যপ্রয়োজনীয় বাজার বিতরণের যাত্রা শুরু করেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি। আনুষ্ঠানিকভাবে এই বাজারের উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এডভোকেট আবু জাহির এমপি। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র মো: আতাউর রহমান সেলিম। এ উপলক্ষ্যে শহরে টাউন হলের সামনে সু-বিশাল মঞ্চ নির্মান করা হয়েছে। সেখানে প্রতিদিনই রাখা হয় নিত্যপ্রয়োজনীয় কাচামাল সামগ্রী। তার মধ্যে রয়েছে আলু, মিষ্টিলাউ, পুঁইশাক, বেগুন, চিচিংগা, চলিতা, লতা, মুখি সহ ১২/১৩ জাতের কাচামাল।
দিন মজুর আব্দুর রহিম বলেন, করোনার সংকটে কর্ম হারিয়ে ৪ সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছিলাম। অর্থের অভাবে ঠিক মতো বাজার করতে পারিনি। কিন্তু ছাত্রলীগের এই আয়োজন আমাকে দুঃচিন্তা মুক্ত করেছে। এ ব্যাপারে জানতে চাইলে মহিবুর রহমান মাহি বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যরে আহ্বানে তিনি এই উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোকের মাস আগস্টে তিনি দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। তিনি বলেন, অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে তাদের সেবা করা তাঁর আজীবনের স্বপ্ন। করোনা মহামারী এই দুঃসময়ে দরিদ্র মানুষের পাশে থাকতে পেরে তিনি আত্মতৃপ্তিবোধ করছেন। মাহি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গঠনের লক্ষ্যে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর একজন নগন্য কর্মী হিসাবে তিনিও সাধ্য মতো দরিদ্র মানুষকে সহযোগিতা করে যাচ্ছেন।