Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

যুক্তরাষ্ট্রে ঈদ পূর্ণমিলনীতে হবিগঞ্জবাসীর মিলনমেলা

স্টাফ রিপোর্টার ॥ করোনা পরিস্থিতিতে ঘরের বাহিরে বের হওয়াটাই ছিল ঝুকিপূর্ণ। সেখানে মিলনমেলা আয়োজন করে জনসমাগম করা কল্পনা বিলাস। কিন্তু হবিগঞ্জবাসীর পরিচিতি আড্ডাবাজ হিসাবে। এক সাথে মিলিত হয়ে আনন্দপূর্তি করার মাঝেই তারা আনন্দ উপভোগ করেন। আমেরিকার নিউইয়র্কে ভ্যাকসিন দেয়ার পর যখন জীবন যাত্রা কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে তখই মিলিত হওয়ার সুযোগটা মিস করতে চাইলেননা সেখানকার হবিগঞ্জ প্রবাসীরা। ঈদের পর গত ২৫ জুলাই নিউইয়র্কের ফ্যাসিংমিডোর করোনাপার্কে ঈদ পূর্ণমিলনীতে পরিবারের সদস্যদেরকে নিয়ে সবাই উপস্থিত হওয়ায় অনুষ্ঠানস্থল পরিণত হয়েছিল একখন্ড হবিগঞ্জে। বাংলাদেশী খাবার আর হবিগঞ্জের পরিচিত রেসিপিতে আপ্যায়নেরও কমতি ছিলনা। দীর্ঘদিন পর একে অপরকে পাশে পেয়ে আড্ডা দিয়ে দ্রুত সময় শেষ হয়ে গেলেও সকলেই তৃপ্তি নিয়ে বাসায় ফিরেন সেদিন। আবারও বড় পরিসরে মিলিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সবাই। হবিগঞ্জবাসীর ঈদ পুনর্মিলনীতে উপস্থিত উল্লেখযোগ্যরা হলেন, মুহিবুর রহমান বার ভুইয়া, জাকির হোসেন চৌধুরী অসীম, জকি উদ্দিন চৌধুরী, দেওয়ান বজলু চৌধুরী, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, মিজানুর রহমান চৌধুরী শেফাজ, মো. আশিকুর রহমান, শফিউদ্দিন তালুকদার, তাজুল ইসলাম মানিক, আহমদুল কবীর বার ভূইয়া পোলক, আবুল কাসেম মজুমদার, আখলাকুল আম্বিয়া, মোহাম্মদ আলমগীর মিয়া, মো: আবুল কাসেম, প্রফেসর আব্দুর রহমান মিয়া মোহাম্মদ আছকির, আবু সাইদ চৌধুরী কুটি, সাংবাদিক সেলিম আজাদ, প্রভাষক মোহাম্মদ ইকবাল, মুকিদুল ইসলাম, জায়েদুল মুহিত খান, মো. শাহিনুল ইসলাম, আকবর হোসেন স্বপন, মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, সুকান্ত হরে, শেখ মস্তোফা কামাল, মোহাম্মদ তাজুল ইসলাম, ফয়ছল মিয়া, কায়েস আহমেদ, আব্দুল কুদ্দুস জয়, ফয়সল আহমেদ প্রমুখ।