Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে জমজমাট পশুর হাটে উপেক্ষিত স্বাস্থ্য বিধি

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ আসন্ন ঈদ-উল আজহাকে সামনে রেখে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে জমে ওঠেছে হবিগঞ্জের সর্ববৃহৎ পশুর হাট জনতার বাজার। ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে পশুর হাট বসায় সড়কে ছিল তীব্র যানজট। প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হলেও পশুর হাটে উপেক্ষিত ছিল স্বাস্থ্য বিধি। শনিবার (১৭ জুলাই) বিকেলে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনাকে উপক্ষো করে নবীগঞ্জ উপজেলার জনতার বাজারের বিশাল পশুর হাট বসে। এতে বিপুল পরিমানর মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। জনতার বাজার পশুহাট ঢাকা সিলেট মহাসড়ক ঘেঁষা নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে অবস্থিত। আসন্ন ঈদ-উল আজহাকে সামনে রেখে জনতার বাজার পশুর হাট শনিবার-সোমবার বসে। জানা যায়, শনিবার (১৭ জুলাই) সকাল থেকে জনতার বাজার পশুর হাটে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বিভিন্ন জেলা উপজেলা থেকে কোরবানির পশু কেনাবেচা করতে আসেন ক্রেতা-বিক্রেতারা। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয়ের নির্দেশনা থাকলেও মানা হয়নি কোনো নির্দেশনাই। সকাল থেকে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হলেও অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখেই ছিল না মাস্ক। কারও কারও মাস্ক থাকলেও তা হয় পকেটে। অনেকের মাস্ক ছিল থুতনির মাঝে। ছিলনা স্বাস্থ্যবিধি মানার বালাই। এর ফলে স্বাস্থ্য ঝুঁকি বিরাট আকারে বৃদ্ধি পাচ্ছে। কাওছার আহমেদ নামে এক তরুণ পশু খামাড়ি বলেন, জনতার বাজারে প্রচুর কাঁদামাটি উপক্ষো করে তুলনামূলক ভাবে অনেক ভালো দাম পেয়েছি। তানিম হোসেন মোজাক্কির নামে এক পশু ক্রেতা বলেন, বাজারের পশুর দাম চওড়া হওয়ায় কোরবানীর পশু ক্রয় করতে পারিনি। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিন বলেন, পশুর হাটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনেক মাস্ক বিতরণ করা হচ্ছে, স্বাস্থ্য বিধি মেনে চলতে মাইকিং করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতনামূলক প্রচারণা অব্যাহত রয়েছে।