Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাটে ঈদকে সামনে রেখে মাদক ব্যবসা ও জুয়ার আসর জমজমাট

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাটে ঈদকে সামনে রেখে মাদক ব্যবসা ও জুয়ার আসর জমজমাট হয়ে উঠেছে। মহামারী করোনার কারণে যানবাহন চলাচল বন্ধ থাকলে এসব অপরাধীরা ঝিমিয়ে পড়ে। কিন্তু যানবাহন চলাচলের ফলে আবারও তারা সক্রিয় হয়ে উঠেছে। বাল্লা সীমান্ত দিয়ে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক এনে শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট, হবিগঞ্জসহ বিভিন্ন স্থানে বিক্রি করছে। যদিও কিছু মাদক ব্যবসায়ীদেরকে র‌্যাব ধরে। কিন্তু বেশির ভাগই থেকে যায় আওতার বাইরে। ফলে দিন দিন সংঘবদ্ধ চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠেছে। প্রাইভেটকার, নোহা, সিএনজিসহ বিভিন্ন যানবাহন দিয়ে সন্ধ্যার পর থেকেই চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ ও রেলস্টেশন, অলিপুরসহ বিভিন্ন স্থান দিয়ে এসব মাদক বিভিন্ন স্থানে চলে যায়। এ ছাড়া শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাটে কয়েকটি জুয়ার স্পট রয়েছে। রাত ১০টার পর থেকে এসব স্পটে বিভিন্ন যানবাহন দিয়ে এসে আসর বসায়। ফলে চুরি, ছিনতাই বৃদ্ধি পাচ্ছে। অনুসন্ধানে জানা যায়, চুনারুঘাট উপজেলার উবাহাটা, বালিয়ারি, নতুন ব্রীজ, শানখলা, শায়েস্তাগঞ্জ উপজেলার নিজগাঁও, কাশিপুরসহ বিভিন্ন গ্রামে এসব জুয়ার আসর বসে। এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ জানান, জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স রয়েছে। খবর পেলেই অভিযান চলে। পুলিশ ইতোমধ্যে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীদের আটক করেছে।