Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবাগত পুলিশ সুপারের নির্দেশে গ্রাম্য দাঙ্গারোধে বানিয়াচং থানা পুলিশের অস্ত্র উদ্ধার অভিযান

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ পৃথিবীর মহাগ্রাম বানিয়াচং। হাওর-বাওড় অধ্যুষিত এই শান্তির জনপদকে শান্ত রাখতে নবাগত পুলিশ সুপার এর নির্দেশে গ্রাম্য দাঙ্গারোধে শুরু হয়েছে দেশীয় অস্ত্র উদ্ধার অভিযান। ১৫ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে নেতৃত্বে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইনসহ বানিয়াচং থানা পুলিশ টিম, সুজাতপুর তদন্তকেন্দ্র, বিথঙ্গল পুলিশ ফাঁড়ি ও পুলিশ লাইন্স হবিগঞ্জের রিজার্ভ ফোর্সসহ ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের পৈলারকান্দি গ্রামে দিন ব্যাপী বিশেষ চিরুনী অভিযান পরিচালনা করে টোঁ, ফিকল, কুচারশলা ও ঢাল লাঠিসহ প্রায় ৩ শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং নিয়মিত মামলার পলাতক ৩ আসামীকেও ওই সময়ে আটক করা হয়। পরে ইকরাম বাজারে স্থানীয় কামারদের দেশীয় অস্ত্রাদি না বানানোর জন্য কঠোর ভাবে সতর্ক করে দেয়া হয়। এ বিষয়টি মনিটরিং করার জন্য বাজার কমিটি ও স্থানীয় লোকজনদের সজাগ দৃষ্টি রাখার জন্য আহবান জানানো হয়। দেশীয় অস্ত্র উদ্ধার অভিযান সম্পর্কে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নবাগত পুলিশ সুপার এর নির্দেশে গ্রাম্য দাঙ্গাকে কঠিন হাতে দমন করার লক্ষ্যে দেশীয় অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যে বানিয়াচংয়ের বেশ কয়েকটি দাঙ্গা প্রবন এলাকার তালিকা তৈরী করা হয়েছে। এ সকল এলাকায় আমরা আগে অভিযান শুরু করেছি। পরবর্তীতে পর্য্যায়ক্রমে সকল ইউনিয়নেই এ অভিযান চলবে। মাদকসহ আইন শৃংখলার অবনতি হয় এমন যে কোন ধরনের তথ্য জানা থাকলে সম্মানিত বানিয়াচংবাসীকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার অনুরোধ জানান।