Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সড়ক ও ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের তালিকা তৈরী

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সড়ক ও ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের তালিকা তৈরী করেছে পুলিশ। গতকাল দুপুরে হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী নেতৃত্বে শহরের চৌধুরী বাজার, নারেকেল হাটা এলাকাসহ প্রধান সড়কের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যারা দোকানের সামনের রাস্তার জায়গা দখল করে ব্যবসা করছেন, তাদের তালিকা করেন এবং তাদের অবৈধ স্থাপনা সড়িয়ে নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়। এ সময় তাদের জানানো হয়, নিজ নিজ উদ্যোগে এগুলো সড়িয়ে নিতে। যারা নিজ উদ্যোগে ফুটপাতের অবৈধ স্থাপনা সড়িয়ে না নেন পরবর্তীতে অভিযান চালিয়ে তাদের উচ্ছেদ করা হবে। এ সময় যেসব ব্যবসায়ীদের দোকানের সামনের রাস্তায় মালামাল রাখা অবস্থায় পেয়েছে পুলিশ, তাদের মালামালগুলো দোকানের ভিতরে নিয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়। ভবিষ্যতে যারা দোকানের বাহিরে রাস্তায় যারা মালামাল রাখবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়। একই সময় থানা পুলিশের সাথে ট্রাফিক পুলিশের টিআই অ্যাডমিন মোঃ হোসেনুজ্জামানের নেতৃত্বে ট্রাফিক পুলিশের একটি টিম যানজট মুক্ত করার জন্য অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে শহরের নারেকেল হাটায় এক চালের দোকানে সামনে দিনের বেলা ট্রাক দাঁড় করিয়ে রাখায় ও ট্রাকের বৈধ কাজপত্র না দেখাতে পাড়ায় চালককে মামলা দেয় ট্রাফিক পুলিশ। পুলিশ সদস্যদের অভিযান দেখে অনেক ব্যবসায়ীরা দোকানের শার্টার নামিয়ে দোকান বন্ধ করেন। অভিযান পরিচালনাকালে ব্যবসায়ীদের সামাজিক দুরত্ব বজায় রেখে পণ্য ক্রয় বিক্রয় করার নির্দেশ দেয়া হয়। এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, শহরের চৌধুরী বাজারে সড়ক ফুটপাত দখল মুক্ত করতে সচেতনামূলক অভিযান পরিচালনা করা হয়েছে। ব্যবসায়ীদের রাস্তায় দখল করে ব্যবসা না করার নির্দেশনা দেয়া হয়েছে। যারা রাস্তা দখল করে অবৈধ ভাবে ফলের ব্যবসাসহ অন্যান্য পণ্যেও ব্যবসা করেন তাদের তালিকাও তৈরী করা হয়েছে। যারা নিজ উদ্যোগে অবৈধ স্থাপনাগুলো সড়াবেন না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থানে নেয়া হবে।