Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ভাই ও ভাবীর বিরুদ্ধে স্বামী পরিত্যক্তা রাজিয়ার থানায় অভিযোগ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর শহরতলীর ছালামতপুর গ্রামে নির্যাতিতা স্বামী পরিত্যক্তা বোন রাজিয়া বেগমের আকুতি। তার ভাই ও ভাবীর অত্যাচারে চরম নিরাপত্তাহীনতার মাঝে ছেলে-মেয়ে নিয়ে দিনপাত কাটাচ্ছেন। বাধ্য হয়ে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন রাজিয়া।
সুত্রে জানা যায়, নবীগঞ্জ পৌর শহরতলীর ছালামতপুর গ্রামের মৃত ছাবরুছ উল্লার মেয়ে রাজিয়া বেগম একই গ্রামের তছর আলীর নিকট বিবাহ হয়। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় ছেলে-মেয়েদের নিয়েই পিত্রালয়ে থাকেন। পিতার মৃত্যুর অনেক আগেই ২ লাখ টাকার বিনিময়ে দেড় শতক বাড়ি রকম ভুমি খরিদ করেন রাজিয়া। তৎকালীন সময়ে রেজিস্ট্রারী না করে মা-বাবা দু’জনই একটি স্মরনলিপি সম্পাদন করে দেন রাজিয়ার নামে। এরপর থেকেই উক্ত জায়গায় রাজিয়া বেগম ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন প্রায় ৩৩ বছর ধরে। পিতার মৃত্যুর পর থেকেই ভাই হোসেন মিয়া ও তার স্ত্রী শিফা বেগম নানা অজুহাতে অত্যাচার নির্যাতন শুরু করে। গ্রাম্য মাতব্বরদের দ্বারে দ্বারে ঘুরেও ন্যায় বিচার পান নি রাজিয়া। গত বৃহস্পতিবার সকালে রাজিয়া বেগম তার বসত ঘর মেরামত করাকালে বাধা দেন হোসেন মিয়া ও তার স্ত্রী শিফা। বাধা না মানায় বেদরক মারপিট করেন তারা। এক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় নবীগঞ্জ হাসপাতাল চিকিৎসা করিয়ে থানায় অভিযোগ দেয়া হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। তদন্ত করে পুলিশ ফিরে আসার পরই শুরু হয় রাজিয়ার উপর নির্যাতন। চরম নিরাপত্তহীনতায় সন্তানদের নিয়ে দিনা কাটাচ্ছেন রাজিয়া। ভয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানান রাজিয়া। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন রাজিয়া।