Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

করোনার সংক্রামণ প্রতিরোধে ‘নবীগঞ্জ ডিজিটাল হাট’

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ করোনা মহামারীর মাঝে করোনা সংক্রামণ প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে চালু করা হয়েছে ডিজিটাল পশুর হাট। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘নবীগঞ্জ ডিজিটাল হাট’ নামে একটি ফেসবুক গ্রুপ খোলা হয়েছে। পবিত্র ঈদুল আজহায় স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ‘নবীগঞ্জ ডিজিটাল হাট’ স্বল্প সময়ে ব্যাপক সাড়া ফেলেছে। উপজেলা প্রশাসন সূত্র জানায়, নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন এবং প্রথম শ্রেণির পৌরসভা বেষ্টিত জনপদে বিগত সময়ের ঈদ-উল-আজহায় অস্থায়ী অর্ধশতাধিক পশুর হাট বসে। করোনা মহামারী মোকাবেলায় সারাদেশে চলছে কঠোর লকডাউন। সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি পালনে নিরলস ভাবে কাজ করছে উপজেলা প্রশাসন। করোনা মহামারীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান চলছে। সক্রিয় রয়েছেন সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যঝুঁকি এড়াতে তৃণমূল স্বাস্থ্য বিধি সুরক্ষায় ডিজিটাল পশুর হাট চালু করা হয়েছে। এই গ্রুপে সংযুক্ত হয়ে পশু ক্রয় বিক্রয় করার সহজ হবে। পশু বিক্রেতা নিজের পশুর বাস্তব ছবি, বর্ণনা সংযুক্ত করে গ্রুপে পোস্ট করবেন। আর ক্রেতা দাম নির্ধারনের জন্য কমেন্টস বক্সে কমেন্টস জানাবেন। মিথ্যা তথ্য প্রদান করে পশু বিক্রয়ের চেষ্টা করলে নেয়া হবে যথাযথ ব্যবস্থা। এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিন বলেন, এই ডিজিটাল সুযোগ কাজে লাগিয়ে জনগণ উপকৃত হবে, স্বাস্থ্য ঝুঁকি এড়াত এ কার্যক্রম ব্যাপক সাঁড়া জাগাবে বলে তিনি আশা করেন। তিনি বলেন, ‘নবীগঞ্জ ডিজিটাল হাট’ গ্রুপে ফেইক আইডি থেকে করা কোনো পোস্ট এপ্রুভ করা হবেনা, ক্রেতা ও বিক্রেতা সম্পূর্ণ নিশ্চিত না হয়ে কেউ অর্থ আদান প্রদান না করারও অনুরোধ জানান। তিনি স্বাস্থ্য সুরা ও জনসচেতনতা বৃদ্ধিতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।