Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ উপজেলা প্রশাসনের ডিজিটাল মেলার সমাপ্তি

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ২ দিন ব্যাপী ডিজিটাল মেলা ২০১৪ সমাপনি দিনে উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার বিকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন ৬ নং কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক এম,এ আহমদ আজাদ, পল্লী বিদ্যুতের ডিজিএম ভজন কুমার ভ্রমন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা হাসনা হেনা, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আলী আমজদ মিলন, মাদ্রাসা শিক্ষক লোকমান আহমদ খান, প্রেসক্লাবের অর্থ সম্পাদক সেলিম তালুকদার প্রমূখ। মেলায় প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পর্যায়ের মোট ১৬ টি স্টল অংশ নেয়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমান বলেন, বর্তমানের ডিজিটাল যুগে ইন্টারনেটের কারণে এখন বিশ্ব হাতের মুঠোয় বন্দি। তাই জনগণকে তথ্য প্রযুক্তি সম্পর্কে সচেতন করতে এই মেলার আয়োজন করা হয়েছে। দেশকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিতে হলে তথ্য ও প্রযুক্তির কোন বিকল্প নেই। তাই বর্তমান সরকার দেশকে আধুনিক ডিজিটাল রাষ্ট্রে পরিণত করতে বদ্ধপরিকর। মেলায় ৩ তিনটি ষ্টল ও ৩টি ইউনিয়নকে পর®কৃৃত করা হয়। পুরষ্কারপ্রাপ্ত ইউপিগুলো হচ্ছে বড় ভাকৈর পশ্চিম ইউনিয়ন, যুগ্মভাবে ২য় হয়েছে ইনাতগঞ্জ ও আউশকান্দি ইউপি ও বাউসা ইউপি।