Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দোকানে মূল্য তালিকা না টাঙালে লাইসেন্স বাতিল

এক্সপ্রেস ডেস্ক ॥ দোকানে পণ্য মূল্য তালিকা টাঙানো বাধ্যতামূলক করেছে সরকার। এখন থেকে দোকানে পণ্যের মূল্য তালিকা দর্শনীয় স্থানে টানিয়ে না রাখলে লাইসেন্স বাতিল এবং পণ্য বাজেয়াপ্ত করা হবে। ঢাকাসহ সারা দেশে এ নির্দেশনা কার্যকর হবে। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, বাজারের প্রতিটি দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা সহজে দর্শনীয় স্থানে টানাতে হবে এবং পণ্য ক্রয়-বিক্রয়ের সময় পাকা রশিদ সরবরাহ করতে হবে। প্রতিটি পণ্যের খুচরা নির্ধারিত মূল্যে বিক্রয় করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং প্রতিটি জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম নিয়মিত এ সকল মূল্য তালিকা তদারকি করবে বলেও নির্দেশনায় বলা হয়েছে। এতে বলা হয়, যে সকল প্রতিষ্ঠান ও ব্যক্তি সরকারের এ সব নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ লাইসেন্স বা নিবন্ধন সাময়িকভাবে বাতিল এবং পণ্য বাজেয়াপ্ত করা হবে।