Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লন্ডনে হবিগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতাদের উদ্যোগে এমপি আবু জাহিরের নেতৃত্বে কমিটিকে অভিনন্দনজ্ঞাপন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ গত ৬ই জুলাই মঙ্গলবার হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ ইউকের উদ্যোগে এমপি আলহাজ এডভোকেট মোঃ আবু জাহির এর নেতৃত্বে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ এর কমিটি অনুমোদন হওয়ায় অভিনন্দন জ্ঞাপন এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কমিটি অনুমোদন করায় কৃতজ্ঞতা প্রকাশমূলক আনন্দানুষ্ঠান এবং স্ব-স্ত্রীক এমপি আবু জাহির করোনা আক্রান্ত হওয়ায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা, সাবেক জজ, যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার এনামুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক হবিগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা এ রহমান অলি। যৌথ ভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক জেলা ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শাহজাহান কবির এবং সাবেক জেলা ছাত্রলীগ নেতা অজিত দাস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুক্তরাজ্য যুবলীগ সভাপতি ফখরুল ইসলাম মধু, যুক্তরাজ্য যুবলীগ সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান, যুক্তরাজ্য হবিগঞ্জ আওয়ামী পরিবার এর সভাপতি সিরাজুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামীলীগের প্রচার সম্পাদক লুৎফুর রহমান সায়েদ, যুক্তরাজ্য যুবলীগের সহ-সভাপতি মোঃ ফিরুজ, যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাভেদ, যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিলটন। উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও যুক্তরাজ্য যুবলীগের দপ্তর সম্পাদক আছাবুর রহমান জীবন, যুক্তরাজ্য আওয়ামী মুক্তিযোদ্ধালীগের সাধারণ সম্পাদক লাভলু লস্কর, সহ-সভাপতি সখিনা খাতুন, সাউথ লন্ডন যুবলীগের সভাপতি মোজাহিদ আলী লিটন, হবিগঞ্জ জেলা ছাত্রীগের সাবেক নেতা ও যুক্তরাজ্য যুবলীগের সহ-আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম হেলাল, যুবলীগ নেতা আনোয়ার খান, যুক্তরাজ্য ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ ফয়েজ, যুক্তরাজ্য ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল। হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, জালাল আহমেদ, মির্জা আওলাদ বেগ, মোঃ ফজলু মিয়া, সাহিদুর রহমান, জসিম উদ্দিন, সৈয়দ শাহনেওয়াজ, জাফর মোঃ মাসুদ, মোঃ গিয়াস উদ্দিন, তজম্মুল আলী সরদার, সৈয়দ মারুফ আহমেদ, শাহ সহিদ আলী, এনায়েত জামান চৌধুরী টফি, শাহ জিয়া, মাহবুবুর রহমান চৌধুরী, মাসুম চৌধুরী, সজীব খান, শামীম আহমেদ, শাকিল চৌধুরী, তাহমিদ, আজিজুর রহমান, শাহ আলম, নেফ আলম, রিপন আহমেদ, মহিবুর রহমান, জাভেদ চৌধুরী, ইউনুস আহমেদ, আঃ বাছিত, আঃ মমিন, শহীন মিয়া, কামাল আহমেদ, রনি চৌধুরী, মামুন আহমেদ, গাজীউর রহমান, রাসেল মিয়া, আসকির মিয়া, মাসুদ আহমেদ, কামরুল হাসান, রিপন মিয়া, ইয়াসিন খান, কায়সার আহমেদ, রুমন আহমেদ, মহিব উদ্দিন। এছাড়াও বৈরি আবহাওয়ার কারনে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা শতাধিক হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক নেতাদের আসতে না পেরে এপোলজি ছিল। উক্ত অনুষ্ঠানে বিপুল সংখ্যক হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।