Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে ফল ব্যবসায়ীদের পণ ॥ নিজেরাই সংগ্রহ করেছেন ফরমালিন পরীক্ষা করার যন্ত্র

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ফল ব্যবসায়ীরা আর ফরমালিন মিশ্রিত ফল বিক্রয় করবে না বলে পণ করেছে। তারা নিজেরাই চাঁদা উঠিয়ে উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে ফরমালিন কীট বক্স সংগ্রহ করেছেন। যা দিয়ে ফলের ফরমালিন পরীক্ষা করে ক্রয় করার সুযোগ থাকবে তাদের। গতকাল ১লাখ ৩০হাজার টাকায় ক্রয়কৃত ফরমালিন কীট বক্সটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিয়ে এসে মাধবপুর ফল ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেমের নিকট হস্তান্তর করেন উপজেলা মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত আবু আসাদ মোঃ ফরিদুল হক। এ সময় অন্যান্য ফল ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন। ফল ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম জানান, এতদিন না জেনে না বুঝে অনেক ফরমালিন মিশ্রিত ফল হয়তো জনগণের কাছে বিক্রয় করেছি যা জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই পরীক্ষা করে ফল ক্রয় করার জন্য আমরা ব্যবসায়ীরা নিজেরাই চাঁদা উঠিয়ে ফরমালিন পরীক্ষা করার যন্ত্র ক্রয় করেছি। আশা করি ফরমালিন মিশ্রিত ফল জনগণকে আর কিনতে হবে না।