Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে একই রাতে দোকান ও মন্দিরে চুরি

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে একই রাতে মন্দির ও দোকানে চুরির ঘটনা ঘটেছে। ওই দু’প্রতিষ্ঠান থেকে চোরেরা প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। গত রবিবার (০৪ জুলাই) মধ্যরাতে উপজেলা সদরস্থ বাহুবল গ্রামের গীতা মন্দির ও ডুবাঐ বাজারের হাবিবা টেলিকমে চুরি ওই ঘটনাগুলো ঘটেছে। দক্ষিণ বাহুবল গীতা মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডা. বেনু দেব জানান, মন্দিরের সেবাইত সুমা রানী ধর রাতে মন্দিরটির দরজা তালাবদ্ধ করে বাড়িতে যান। মধ্যে রাতে চোরেরা সকলের এগোচরে তালা ভেঙে মন্দিরে প্রবেশ করে ২টি ফ্যান, ২টি ক্যাশ বাক্সসহ পূঁজায় ব্যবহৃত বিভিন্ন বাসনপত্র সহ অর্ধলাধিক টাকার মালামাল চুরি করে নিয়েছে। ভোরে সেবাইত মন্দিরে ফিরলে দরজার তালাটি ভাঙা অবস্থায় দেখতে পেয়ে মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে জানান। অপরদিকে একই রাতে উপজেলার ডুবাঐ বাজারে হাবিবা টেলিকম-নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা দোকানের পিছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেড়লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে বলে প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মোঃ ফারুক আহমেদ জানিয়েছেন। তিনি আরো জানান, লকডাউন চলমান থাকায় গত এক সপ্তাহ ধরে আমার দোকানটি তালাবদ্ধ রয়েছে। এ সুযোগে রবিবার মধ্যেরাতে চোরে আমার দোকানের পিছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সিসি ক্যামেরায় গামছা পেছিয়ে বিভিন্ন কোম্পানির এনড্রোয়েট মোবাইল ফোন, ব্যাটারি, মেমোরি কার্ড, মোবাইল রিচার্জ কার্ডসহ ওই পরিমাণ মালামাল নিয়ে যায়। চোরেরা যাওয়ার সময় সিসি ক্যামেরায় থাকা মেমোরি কার্ডটি খোলে নিয়ে গেছে। ভোরবেলা বাজারের পাহাদার দোকানের পিছনের দরজা ভাঙা অবস্থায় দেখতে পায়। উভয় চুরির ঘটনার খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান বলেন, তদন্ত পূর্বক এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।