Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে লকডাউন অমান্য করায় জরিমানা

মাধবপুর প্রতিনিধি ॥ সপ্তাহব্যাপী ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিনেই নির্দেশনা অমান্য করে দোকাটপাট খোলা রাখায় ও যানবাহন চলাচল করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৯ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার লকডাউনের প্রথম দিনে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনা প্রয়োজনে রাস্তায় বের না হওয়ার জন্য মাইকিং করা হয়। অভিযান চলাকালে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন। সরেজমিনে ঘুরে দেখা যায়, মাস্ক ছাড়া কেউ বের হলেই জরিমানা করছেন মাঠে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন। এছাড়া নির্দেশনা অমান্য করে যারা ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখেছে তাদেরকেও জরিমানার আওতায় আনা হয়। অভিযানে ব্যক্তি প্রতিষ্ঠান যানবাহনসহ ১৪টি মিলিয়ে সর্বমোট ৯ হাজার ৭শত টাকা জরিমানা আদায় করা হয়। এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন বলেন, সরকার ঘোষিত কোনো নির্দেশনা অমান্য করলেই তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে আইনের আওতায় আনা হবে। লকডাউনের প্রথম দিনে বেশ কয়েকটি প্রতিষ্ঠান, ব্যক্তি কে জরিমানা করা হয়েছে। এছাড়া যতদিন লকডাউন থাকবে প্রতিদিনই আইন ও নির্দশনা অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানান তিনি। অন্যদিকে কঠোর লকডাউন উপলক্ষে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেটদের পাশাপাশি মহাসড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। পাশাপাশি সকাল থেকেই উপজেলা প্রশাসনের উদ্যোগে জনগণকে সচেতন করার লক্ষে ঢাকা সিলেট মহাসড়কসহ বিভিন্ন এলাকায় নির্দেশনা মানাকে মাইকিং করা হচ্ছে।