Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে জালিয়াতির অভিযোগে আইনজীবী আজীবন বহিস্কার

স্টাফ রিপোর্টার ॥ একাধিকবার তথ্য জালিয়াতি করে আসামীদের জামিন করানোসহ নানা অভিযোগে হবিগঞ্জে এক আইনজীবীকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে। বুধবার জেলা আইনজীবী সমিতির এক সভায় তাকে বহিস্কার করা হয়। বহিস্কৃত আইনজীবী কুতুব উদ্দিন জুয়েল শহরতলীর আনোয়ারপুর নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল মনসুর চৌধুরী জানান, জাল জালিয়াতিসহ বেশ কিছু অভিযোগে তাকে আজীবনের জন্য সমিতি থেকে বহিস্কার করা হয়েছে। সমিতির সাধারণ সম্পাদক শামছুল হক জানান, কুতুব উদ্দিন জুয়েলের বিরুদ্ধে বেশ কিছু জাল জালিয়াতি ও পেশাগত অসদাচরণের অভিযোগ থাকায় তাকে বহিস্কার করা হয়। বিশেষ সাধারণ সভার নির্ধারিত তারিখ ছিল ২৩ জুন। কিন্তু তখন কোরাম সংকট হওয়ায় মুলতবি সভাটি আজ (বুধবার) অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, তার জাল জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় কুতুব উদ্দিন জুয়েলের সনদ বাতিলের জন্য ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা ইতিমধ্যে তদন্ত প্রতিবেদনসহ একটি সুপারিশ বাংলাদেশ বার কাউন্সিলে প্রেরণ করেছেন। জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, গত ২৭ মে তথ্য জালিয়াতি করে আদালতকে ভুল বুঝিয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাদককারবারী নারায়নগঞ্জের সোনারগাঁ থানার গোয়ালদী গ্রামের হাবিবুর রহমান ভূইয়ার ছেলে মামুন ভূইয়া (৩৭) ও নরসিংদীর মাধবদী থানার মৃত নুর হোসেনের ছেলে নবীর হোসেনকে (৩২) ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) এসএম নাসিম রেজার আদালত থেকে জামিন করান। তারা দুইজন গত ৮ এপ্রিল মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্তর এলাকা থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার হয়। কিন্তু আইনজীবী কুতুব উদ্দিন জুয়েল আদালতে উপস্থাপন করেন তারা ৯ ফেব্রুয়ারী থেকে কারাগারে আটক আছেন। এ মর্মে জাল কাগজপত্রও তৈরী করেন তিনি। পরে বিষয়টি আদালতের নজরে এলে ভারপ্রাপ্ত দায়রা জজ গত ২ জুন এক আদেশে নবীর হোসেনের এবং ১০ জুন অপর আসামী মামুন ভূইয়ার জামিন বাতিল করেন। একই সাথে আইনজীবী কুতুব উদ্দিন জুয়েলকে কেন তার সনদ বাতিলের জন্য বার কাউন্সিলে সুপারিশ করা হবে না তার কারন দর্শানোর জন্য ৩ কার্যদিবসের মধ্যে জেলা আইনজীবী সমিতির মাধ্যমে জানাতে বলেন। অ্যাডভোকেট কুতুব উদ্দিন জুয়েল কারন দর্শানোর জবাবে তার অজান্তে এ ভুল হয়েছে বলে জবাব দিলে এতে বিচারক সন্তুষ্ঠ না হয়ে বার কাউন্সিলের সচিব বরাবর তার সনদ বাতিলের সুপারিশ করেন। বুধবার জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল মনসুর চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামছুল হকের পরিচালনায় বিশেষ সাধারণ সভায় তাকে আজীবনের জন্য বহিস্কার করা হয়।