Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণীতে এমপি আবু জাহির তরুণদের অপরাধ থেকে দূরে না রাখলে অগ্রগতি বাঁধাগ্রস্ত হবে

স্টাফ রিপোর্টার ॥ তরুণ সমাজ যদি অপরাধ থেকে দূরে না থাকে তাহলে দেশের অগ্রগতি বাঁধাগ্রস্ত হবে। সরকার তরুণ সমাজকে অপরাধ থেকে দূরে রাখতে দেশে খেলাধূলার প্রসার ঘটিয়েছে। সকলকেই এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। লেখাপড়ার সঙ্গে নিজের সন্তানদের খেলাধূলার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল শনিবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুরে রয়েল ক্লাব আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি’র বক্তৃতায় এসব কথা বলেছেন। এমপি আবু জাহির আরও বলেন, যুবকদের যদি আমরা তামাক সেবন থেকে দূরে না রাখতে পারি তবে আমাদের টার্গেট পূরণ করতে পারবো না। দেশে ২৪ বছরের নিচে অসংখ্য তরুণ রয়েছেনÑযারা তামাক সেবন করছেন। এটা ভয়াবহ চিত্র। এ জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তরুণ সমাজকে মাদক ও তামাক মুক্ত রাখতে খেলাধূলা আয়োজনের বিকল্প নেই। আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য তাহির মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদ চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, লোকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক মিয়া, সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় মুরুব্বীয়ান। ফাইনালে রতনপুর একাদশকে ১-০ গোলে পরাজিত করে হরিপুর একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। চ্যম্পিায়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি আবু জাহির।