Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আইন-শৃংখলা কমিটির সভায় এমপি আবু জাহির মানুষের নিরাপত্তায় আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকার উন্নয়ন-অগ্রগতির সঙ্গে দেশের আইন-শৃংখলা পরিস্থিতির উন্নতি ঘটিয়েছে। আমাদের প্রশাসন আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আন্তরিকতার সাথে কাজ করছে। তবে কিছু মানুষের কারণে সমাজে বিশৃংখলার সৃষ্টি হয়। এসব অপরাধীর ব্যাপারে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ সদর উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় উপদেষ্টার বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। এ সময় মানুষের জানমালের নিরাপত্ত্বায় প্রশাসনকে আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য উপস্থিত কর্মকর্তাগণের প্রতি নির্দেশ দিয়েছেন। সভায় হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাশফিকা রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলীসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।