Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে চেক ডিজঅনার মামলায় মেম্বার গ্রেফতার

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে চেক ডিজঅনারসহ ৩টি মামলার পলাতক আসামী সাবেক মেম্বার শেখ আব্দুল আওয়াল (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীরামপুর গ্রামের থানার এসআই অলক বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। সে ওই গ্রামের মৃত আঃ লতিফের ছেলে। অভিযোগ সুত্রে জানা যায়, মামলার বাদী মীর আব্দুস সালামের কাছ থেকে ১৩ লক্ষ ৫২ হাজার টাকা ইট ক্রয় করেন আসামী আওয়াল। এ সময় আওয়াল শায়েস্তাগঞ্জ শাখার ইসলামী ব্যাংকের ১৩ লাখ ৫২ হাজার টাকার চেক প্রদান করেন। গত ২৩ জুলাই ২০১৭ সালে বাদী আঃ সালাস চেক নিয়ে ব্যাংকে গেলে ব্যাংক কর্তৃপক্ষ জানায় আওয়ালের একাউন্টে কোন টাকা নেই। পরে সাবেক মেম্বার শেখ আব্দুল আওয়ালের বিরুদ্ধে ব্যবসায়ী আব্দুল সালাম বাদী হয়ে চেক ডিজঅনার মামলা দায়ের করেন। গত ২৪ জুলাই ২০১৭ সালে আইনজীবীর মাধ্যমে রেজিস্ট্রীর মাধ্যমে আওয়ালের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। আসামীকে বাড়িতে না পাওয়ায় ৩১ জুলাই লিগ্যাল নোটিশটি ফেরত আসে। অতঃপর ৩০ দিন অতিবাহিত হইবার পরও আসামী টাকা পরিশোধ না করায় অর্থ আত্মসাতের মামলা করেন বাহুবল উপজেলার মীরপুর বাজারের আঃ সালাম। বিজ্ঞ আদালত নালিশের ভিত্তিতে সি.আর মামলা নং-১৩১/২০১৭ইং মামলা দায়ের করেন। বাদীর অভিযোগে ফৌজদারী কার্যবিধি এর ২০০ ধারায় অভিযোগকারীর জাবানবন্দি রেকর্ড করেন এবং বিচারের জন্য বিজ্ঞ চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেন। পরে আসামীর বিরুদ্ধে এনআই এক্ট ১৩৮ ধারায় অভিযোগ গঠিত হয়। অত্র মামলার আসামী পলাতক ও চেকে বর্ণিত টাকার পরিমান বিবেচনায় আসামীকে ১ বছরের বিনাশ্রম কারদন্ড ও চেকের সমপরিমান ১৩ লক্ষ ৫২ হাজার টাকা প্রদানের রায় গৃহিত হয়। আসামী পলাতক থাকায় আওয়ালের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যূ করা হয়। এর প্রেক্ষিতে চুনারুঘাট থানা পুলিশ দীর্ঘদিন ধরে অভিযান চালায়। পুলিশ সোমবার আওয়ালকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করেন। এদিকে আওয়ালের বিরুদ্ধে অর্থ ঋণকারী ৬৪/১৯ মামলায় ৬ মাসের দেওয়ানী কারাগরে আটকাদেশ রাখার আদেশ রয়েছে।