Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চারিনাও গ্রামে ১৭দিন পর কবর থেকে এক শিশুর লাশ উত্তোলন

স্টাফ রিপোর্টার ॥ উচাইল চারিনাও গ্রাম থেকে আদালতের নির্দেশে ১৭দিন পর কবর এক শিশুর লাশ উত্তোলন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার হবিগঞ্জ সদর উপজেলার উচাইলের চারিনাও গ্রামে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই গ্রামের আবু তাহের ওরপে টুক্কা মোলার ১ম স্ত্রী হালিমা খাতুনের সাড়ে ৩বছর বয়সী ছেলে জানে আলম ওরপে জামালকে তার ননদ আছিয়ার কাছে রেখে সে ঢাকায় চলে যায়। ঢাকায় সে বাসায় বুয়ার কাজ করে। এদিকে আবু তাহের টুক্কা মোলা ওই গ্রামের হুছনা বেগমকে বিয়ে করে। হুছনা হবিগঞ্জ সদর হাসপাতালের ৪র্থ শ্রেনীর একজন কর্মচারী হিসেবে কর্মরত। স্বামী টুক্কা মোলার সাথে বনিবনা না হওয়ার হুছনা কিছুদিন আগে তাকে ডিভোর্স দেয়। এদিকে গত ৩১ মে আছিয়া জামালকে অসুস্থ অবস্থায় সকাল ৮টায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন ১১টায় জামালের মৃত্যু হয়। ছেলে মৃত্যুর কথা শুনে হালিমা ঢাকা থেকে বাড়িতে আসে। সন্তানের মৃত্যুটি তার কাছে অস্বাভাবিক মনে হওয়ায় হালিমা বাদী হয়ে ঘটনাটি তদন্তের জন্য হুছনা বেগমকে প্রধান আসামী করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার প্রেক্ষিতে ১৭দিন পর গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রফিকুল ইসলামের নেতৃত্বে কবর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওই মামলার আইও সদর থানার এসআই ইকবাল হুসেন সহ হবিগঞ্জ থানা পুলিশ। লাশটি উত্তোলনের সময় শত শত মানুষের ঢল নামে। এ সময় নিহত শিশু জামালের মা হালেমা খাতুনের আহাজারিতে ওই এলাকার বাতাস ভারী হয়ে উঠে। এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। হালেমা মোবাইলে তার নিহত ছেলের ছবি দেখিয়ে বার বার মুর্চা যাচ্ছিল।
এদিকে ঘটনার পর থেকে ২য় স্ত্রী হুছনা ও তার বোন আছিয়া পলাতক রয়েছে।