Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে মামলা তোলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রুস্তমপুর কবরস্থানের সামনে থেকে সিএনজি গাড়ীসহ চালক’কে আটক করে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও সিএনজি গাড়ী ছিনিয়ে নেয়ার ঘটনায় দায়েরী মামলা তোলে নিতে বাদী আব্দুল অদুদকে প্রাণনাশের হুমকী দিচ্ছেন মামলার আসামীরা। ফলে চরম নিরাপত্তাহীনতাসহ আতংকে ভোগছেন বাদী আব্দুল অদুদ। এ ব্যাপারে বিজ্ঞ আদালতে শরনাপন্ন হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সুত্রে জানা যায়, গত বৃহস্পতিার (২৭ মে) রাত ৯ টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে ও সিএনজি চালক (মালিক) ও মাটি সরবরাহকারী টিকাদার আব্দুল অদুদ নবীগঞ্জ শহর থেকে টিকাদারীর ব্যবসায়ীক প্রায় আড়াই লাখ টাকা নিয়ে বাড়ি যাওয়ার পথে রুস্তমপুর কবরস্থানের সামনে থেকে ৮/১০ জনের একদল দূর্বৃত্ত অস্ত্রের ভয় দেখিয়ে তার পথরোধ করিয়া গাড়ীসহ একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে মারপিট করে তার সাথে থাকা আড়াই লাখ টাকা ও সিএনজি গাড়ী ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করলেও ছিনতাইকারী বা টাকা ও গাড়ী উদ্ধার করতে পারেনি। গভীর রাতে ছিনতাইকারীরা স্থানীয় চেয়ারম্যানের বাড়ির সামনে গাড়ীটি পালিয়ে যায়। সেখান থেকে পুলিশ গাড়ীটি উদ্ধার করে। এ ঘটনায় আব্দুল অদুদ বাদী হয়ে হবিগঞ্জ আদালতে আউশকান্দি ইউপির আমকুনা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোশাহিদ মিয়া, সামছু মিয়া, আব্দুল জলিলের ছেলে আলম মিয়া, সুরুজ মিয়ার ছেলে দিলাল মিয়া, সজলু মিয়ার ছেলে মামুন মিয়া, কবির মিয়াসহ ৭ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাতনামা আরও জ্জ জনের বিরুদ্ধে গত ৩১ মে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ বিচারক মামলাটি তদন্ত পুর্বক প্রতিবেদন দেয়ার জন্য ওসি ডিবি হবিগঞ্জ কে নির্দেশ প্রদান করেন। এ বিষয়ে দৈনিক যায়যায়দিনসহ স্থানীয় পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। উক্ত মামলা দায়ের করার পর থেকে আসামী মোশাহিদ আলী, সামছু মিয়া, আলম ও মামুনগংরা বিভিন্ন ভাবে হুমকী দিচ্ছে। এ ব্যাপারে বাদী আব্দুল অদুদ বলেন, দায়েরী মামলা তোলে নেয়ার আসামীদের অনাগত প্রাণনাশের হুমকীর কারনে চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন। এ ব্যাপারে তিনি আইনের আশ্রয় নিবেন বলেও জানান।