Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে করোনায় মালেশিয়া প্রবাসীর মৃত্যু

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বড় শাকোয়া গ্রামে করোনায় আক্রান্ত হয়ে আব্দুল মাহিদ (৫৫) নামে মালেশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে সিলেট সামছুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। গতকাল বুধবার দুপুরে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাওঁ ইউপির বড় শাকোয়া গ্রামের আব্দুল মাহিদ দীর্ঘদিন যাবৎ মালেশিয়া প্রবাসে থাকতেন। গেল রমজান মাসে তিনি দেশে আসেন। গত কয়েক দিন আগে তিনি নবীগঞ্জ ওসমানী রোডস্থ ভাড়া বাসায় অসুস্থ হয়ে পড়েন। তার শ^াস কষ্ট বেড়ে গেলে সিলেট সামছুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনার নমুনা পরীক্ষা করলে পজিটিভ রির্পোট আসে। ৩/৪ দিন যাবৎ আইসিয়োতে থাকার পর মঙ্গলবার রাতে মৃত্যুর খোলে ঢলে পড়েন। বিষয়টি নিশ্চিত করেছেন মৃতের ছোট ভাই আব্দুল আহাদ।