Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ডিজিটাল ইউনিয়ন গড়তে আরো স্বচ্ছতার সহিত কাজ করতে হবে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ হবিগঞ্জ জেলার একমাত্র ইউনিয়ন যেখানে ফাইবার অপ্টিক্যাল সংযোগ রয়েছে। যেখানে সবকিছুই কম্পিউটার ও অনলাইনে কাজ হচ্ছে। বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পিই সর্বমহলে ডিজিটাল ইউনিয়ন হিসেবে পরিচিতি লাভ করেছে। আর চেয়ারম্যানও ডায়নামিক। ইউনিয়ন পরিষদ ও জনগনের সমন্বিত সহযোগীতা নিয়ে আরো স্বচ্ছতার সহিত সার্বিক উন্নয়ন তরান্বিত করতে হবে। গতকাল মঙ্গলবার দুপুরে বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়নের সার্বিক উন্নয়নে আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথি বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমেদ উপরোক্ত আহবান জানান। সভায় সভাপতিত্ব করেন ৪নং বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বিশেষ অতিথি ছিলেন ৩নং বানিয়াচং দক্ষিণ পূর্ব ইউ.পি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। ইউ.পি সচিব অজিত সরকার এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউ.পি মেম্বার মোতাব্বির মিয়া, আম্বিয়া খাতুন, আয়ুব আলী, ময়না মিয়া, ইশ্রাব আলী, নূর আহমেদ, শিরিকা বেগম, নূরুল ইসলাম, জাহাঙ্গীর মিয়া, সাবেরা খাতুন, মাহফুজুর রহমান, মতিউর রহমান, আনছার আলী, বুলবুল ধর প্রমুখ। সভার পূর্বে উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমেদ ৯টি ওয়ার্ডে কাবিখা, কাবিটা, অতিদরিদ্র কর্মসূচী, এডিপি ও এলজিএসপি-২ এর কাজ সরজমিন পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন।