Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চৌধুরীর মাগফিরাত কামনায় ইকরা গণগন্থাগারের দোয়া মাহফিল

বানিয়াচং প্রতিনিধি ॥ মহান মুক্তিযুদ্ধের ১১ নং সেক্টরের কোম্পানি কমান্ডার, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা, আজমিরীগঞ্জের কৃতি সন্তান, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের পিতা মরহুম ফজলুর রহমান চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বাদ আছর বানিয়াচং ইকরা গণগন্থাগার আয়োজিত মাস্টার মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আশিকুল ইসলামের পরিচালনায় দোয়া মাহফিলে অতিথিবৃন্দ বলেন, ফজলুর রহমান চৌধুরী দেশের সুর্য সন্তান। ৭১ এর রনাঙ্গনের সহ¯্র যোদ্ধা ছিলেন তিনি। পাক হানাদার বাহিনীকে হটিয়ে উনার নেতৃতে ভাটি অঞ্চল তথা হবিগঞ্জ -কিশোরগঞ্জ-নেত্রকোনা জেলার বিশাল এলাকা মুক্ত করেন। মরহুম ফজলুর রহমান চৌধুরী শুধু আজমিরীগঞ্জ এলাকার নন, তিনি ছিলেন গোটা হবিগঞ্জের একজন গুনী ব্যক্তিত্ব ও সাদা মনের মানুষ। ইকরা গণগন্তাগার আয়োজিত দোয়া মাহফিলে মরহুম ফজলুর রহমান চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন শায়খে গুনই (রহ.) মাদরাসার প্রিন্সিপাল শায়েখ মাওলানা শাহ খলিল আহমদ। মাহফিলে উপস্থিত ছিলেন গন্থাগারের নির্বাহী সদস্য মো. এমদাদুল হক, জাতীয় ইমাম সমিতি বানিয়াচং উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, ডা. ইলিয়াস একাডেমী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন, বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কামরুল ইসলাম, সমুতাজিয়া হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের প্রধান হাফেজ ফজলুর রহমান, গ্যানিংগঞ্জ বাজরের বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ সাইদুল ইসলাম খা, মাদরাসাতুল হারামাইন এর শিক্ষক হাফেজ শাহনুর আলম, সাংবাদিক সাইফুল ইসলাম সুরুজ, গ্যানিংগনজ বাজার জামে মসজিদের মোয়াজ্জিন হাফেজ মোঃ আবুবকর, কারী এখলাছ উদ্দিন প্রমুখ।