Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের সার্কিট হাউজ এলাকার প্রধান সড়কটি মরণ ফাঁদে পরিণত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সার্কিট হাউজ এলাকার প্রধান সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সার্কিট হাউজের প্রধান গেইটের পূর্বদিকের সড়ক ভেঙ্গে কয়েকটি বড় গর্ত সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিনই ঘটছে ছোটখাটো দূর্ঘটনা। ছোট যানবাহনগুলো গর্তে পড়ে যাওয়ায় যাত্রীরা আহত হচ্ছেন। সড়কটির এমন অবস্থা হয়েছে মূলত একটি ড্রেনের কারণে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই সড়ক সংলগ্ন একটি ড্রেন রয়েছে। কিন্তু এর পানি নিষ্কাশনের জন্য রাস্তা না থাকায় পানি সড়কে চলে আসায় এবং এর উপর দিয়ে যানবাহন চলায় সড়কটি খানা খন্দে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই ওই সড়কে হাটু পানি মাড়িয়ে চলতে হয়। এ ছাড়া রাতের বেলা ওই স্থানটিতে কোনো লাইট না থাকায় অন্ধকারে চালকরা পানিবর্তি গর্ত দেখতে না পারায় ঘটছে মারাত্মক দূর্ঘটনা। ওই স্থানটি একটি গুরুত্বপূর্ণ স্থান। যেখানে রয়েছে সার্কিট হাউজ, পুলিশ সুপারের বাসভবন, জেলা পরিষদ, থানাসহ গুরুত্বপূর্ণ অফিস। কিন্তু এ স্থানের অবস্থা খুবই নাজুক হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। তাছাড়া এ সড়ক দিয়ে শত শত যানবাহন চলাচল করছে। যেকোনো সময় ভয়াবহ দূর্ঘটনার আশংকা করছেন সাধারণ মানুষ।