Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের এমদাদুর রহমান মুকুল সহ গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রবাসীদের প্রতিবাদ সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগনার সাতাইহাল গ্রাম সহ ছয়মৌজায় মিথ্যা মামলার অভিযোগে হয়রানি বন্দ করতে ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুলসহ গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কমিউনিটি প্রবাসীদের মধ্যে মঙ্গলবার ভার্চুয়াল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় যৌথভাবে সভাপতিত্ব করেন শামসুউদ্দীন আহমদ এমবিএ ও নুরুল ইসলাম। কোরান তেলাওয়াত করেন শেখ ফরহাদ সাদউদ্দিন ও সভা পরিচালনা করেন একেএম মোফাজ্জল হাসান (শ্যামল)। ভার্চুয়াল প্রতিবাদ সভায় ছয় মৌজার মুরব্বিয়ানদের মধ্যে বক্তব্য রাখেন, হারুনুর রশিদ, শাহজাহান মিয়া, একেএম মাজহারুল হাসান (শেবু, মোঃ দুরুদ মিয়া, মিলাদুর রহমান মিলাদ, মাহবুবর রহমান মান্না, কামরুল হাসান, রাসেল আনসারি, সুমন আহমদ, ফুল মিয়া, রাহিন আহমদ, আনিসুর রহমান পাবেল, জুমুর রহমান প্রমুখ। প্রবাসীরা তাদের প্রতিবাদ সভায় দিনারপুরের ছয়মৌজার লোকজনের উপর হামলা ও মিথ্যা মামলার জন্য দুষ্কৃতিকারীদের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করেন। মিথ্যা মামলায় গ্রেফতার কৃতদের দ্রুত মুক্তি প্রদান করতে প্রশাসনের প্রতিও জোর দাবি জানান। প্রবাসীগন তাদের বক্তব্য বলেন, ১১নং গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নুরউদ্দীন আহমদ (বীর প্রতিক) নোয়াগাঁও গ্রামের পাশ্ববর্তী মৎস্য ফিসারীতে গত ২৭ মে বৃহস্পতিবারে গভীর রাতে তার কর্মরত পাহাড়াদার আবুল মিয়া (২৫) ও স্ত্রী ঝাডু বেগম (২০) কে বেঁধে রাখে। এ সময় তার সামনে তার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে পরে তাদেরকে চিনতে পারার ফলে নোয়াগাও গ্রামের হামলাকারীরা এলোপারি কুপিয়ে তাদেরকে ক্ষতবিক্ষত করে মৃতভেবে ফেলে রেখে চলে যায়। মুমূর্ষ অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে মুক্তিযোদ্ধা নুরউদ্দীন আহমদ বাদী হয়ে ধষর্ণ কারী ও হামলাকারীদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু এতে পুলিশ প্রশাসন কাউকে গ্রেফতার করতে না পারায় ভার্চুয়াল সভায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। পরবর্তীতে ৩০ মে রবিবার সাতাইহাল ও ছয় মৌজার গ্রামের লোকজন প্রতিবাদ সমাবেশের ডাক দিলে ১১নং গজনাইপুর ইউনিয়নের বারবার নিবাচিত চেয়ারম্যান এমদাদুর রহমান মুকুল সহ সেখানে অনেক মুরুব্বি উপস্থিত ছিলেন। পরিস্তিতি শান্ত করতে ইউএনও শেখ মহিউদ্দীন ও থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ উপস্থিত লোকজনকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে ছয় মৌজার লোকজন ঘরে ফিরে যায়। কিন্তু ঘোলাপানিতে মাছ স্বীকার করতে নোয়াগাঁও গ্রামের উৎশৃঙ্খল ও দুষ্কৃতিকারীরা কয়েকটি ঘরে আগুন লাগিয়ে ছয় মৌজাবাসীকে হয়রানী করতে মিথ্যা মামলা দায় করে। মামলার অভিযোগে গ্রেফতার হন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও ১১নং গজনাইপুর ইউনিয়নের বারবার নিবাচিত চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলসহ আরো অনেকেই। ভার্চুয়াল প্রতিবাদ সভা থেকে প্রনাসীরা অবিলম্বে তাদের মুক্তির দাবি করেন। একই সাথে ছয় মৌজার জনসাধারণকে হয়রানি বন্ধের জোড় দাবি জানান।