Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সংবাদ সম্মেলনে নাগরিক আন্দোলনের অভিযোগ ॥ হবিগঞ্জ সুজাতপুর সড়ক সংস্কারের দাবীতে অনুষ্টিত পদযাত্রায় বাধা

প্রেস বিজ্ঞপ্তি ॥ চলাচলের অনুপোযোগী হবিগঞ্জ-সাঙ্গর-হিয়ালা-ইকরাম-সুজাতপুর ও বাজুকা’র রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে গতকাল ৯ জুন বুধবার দুপুর ২টায় আলমবাজার পয়েন্টে সম্মিলিত নাগরিক আন্দোলন, হবিগঞ্জ সূচনা কর্মসূচীর পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা চলাকালে স্থানীয় আওয়ামীলীগ নেতা মক্রমপুর ইউপি চেয়ারম্যান মোঃ আহাদ মিয়া বাঁধা প্রদান করে। জনতার প্রতিরোধের মুখে তিনি চলে যেতে বাধ্য হন। পরবর্তীতে পথসভায় সমাপনী বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল। আলম বাজারের পথসভা শেষ করে কর্মসূচী চালিয়ে ইকরাম বাজারে পথসভা শুরু করলে সেখানেও স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা বাঁধা দেয়, এক পর্যায়ে উপস্থিত জনতা নাগরিক আন্দোলনের কর্মসূচী চালিয়ে যেতে বলেন। জনতা এবং বাধা প্রদানকারীরা মুখোমুখি হয়ে পড়ে। নেতৃবৃন্দ সবাইকে শান্ত থাকার অনুরোধ করেন এবং ইকরামের কর্মসূচী স্থগিত করেন। কর্মসূচীর সমাপ্তির স্থান সুজাতপুর যেতে চাইলেও তারা বাঁধা দেয়। সেখানেই সম্পূর্ণ কর্মসূচী স্থগিত করে হবিগঞ্জ এসে প্রেসক্লাবে তাৎক্ষনিক সাংবাদিক সম্মেলন করে জেলাবাসীর কাছে বাধা প্রদানকারীদের বিচার চাওয়া হয়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল। সংগঠনের সভাপতি পীযুষ চক্রবর্তী, উপদেষ্টা এড. জুনায়েদ আহমেদ, সহ-সভাপতি হুমায়ুন খান, এড. মনমোহন দেবনাথ, সহ-সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। পথযাত্রা কর্মসূচীতে নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ইয়াছিন খান, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সুনীল দাশ, সাংবাদিক মুজিবুর রহমান ও ইমদাদুল হোসেন খান।