Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের আউশকান্দি এলাকার ঘরে ঘরে গ্যাস সংযোগ না দিলে মহাসড়কে যান চলাচল বন্ধের হুমকী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আউশকান্দি এলাকার ঘরে ঘরে গ্যাস সংযোগ না দিলে বৃহত্তর আন্দোলনের কর্মসুচি ঘোষণা করা হবে। বন্ধ করে দেয়া হবে ঢাকা-সিলেট মহা সড়কে যান চলাচল। সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত সৈয়দপুর বাজারে গতকাল সোমবার বিকেলে সমাবেশে বক্তারা এ সব কথা বলেন। হাজী ছনাওর হোসেন খাঁনের সভাপতিত্বে ও এম এ মুকিতের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সচেতন নাগরিক সমাজের সভাপতি মুহিবুর রহমান হারুন, সাধারন সম্পাদক ও আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুর্শেদ আহমদ, মাওলানা গোলাম মোস্তফা আহমদ, সৈয়দ আনহার আলী, সাংবাদিক এম মুজিবুর রহমান, সিরাজুল ইসলাম, মোঃ নুরুজ্জামান, সিরাজ মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাংবাদিক বুলবুল আহমদ, ডাঃ নিজামুল ইসলাম চৌধুরী, নাজমুল হক চৌধুরী পলাশ, শিহাব আহমদ, আকরাম আলী, কাওছার হামিদ প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাজী মছদ্দর আলী, লন্ডন প্রবাসী আব্দুস সোপান, মোঃ হারস মিয়া, এম এ ছবুর, রুহেল মিয়া, মোঃ ইমাদ উদ্দিন, এনামূল হক, সনজিৎ, নোমান মিয়া, মুকিত মিয়া, রুবেল আহমদ, ছাদিক মিয়া, খোকন মিয়া, কছরু মিয়া প্রমূখ। সভায় নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, আমাদের বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের ওই গ্যাস নিয়ে দীর্ঘদিন ধরে একের পর এক আন্দোলন জোরদার হলেও রহস্যজনক কারণে পেট্রোল বাংলা, জালালাবাদ ও শেভরনের খামখেয়ালিপনার কারণে এলাকার লোকজনের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার পায়তারা চলছে। তাই বর্তমান সরকারের সুদৃষ্টি কামনা করে অনতিবিলম্বে এলাকার ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদানের দাবী জানানো হয়।