Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে জুয়া খেলার স্থান দেয়ায় দোকানীকে ১ মাসের কারাদ্ন্ড

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের দৌলতপুর গ্রামে একটি দোকানে জুয়া খেলার স্থান করে দেয়ায় নজরুল ইসলাম (৪৮) নামে এক দোকানীকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। শনিবার রাত ১১টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দ-াদেশ দেন। দ-প্রাপ্ত নজরুল ইসলাম বাউসা ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত নৈমুল্লাহর ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সহকারে বাউসা ইউনিয়নের দৌলতপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুয়াড়িরা পালিয়ে যায়। তখন জুয়া খেলার স্থান করে দেয়ায় দোকানী নজরুল ইসলামকে মোবাইল কোর্ট পরিচালনা করে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৩ ধারার অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭ এর (২) অনুযায়ী ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা সত্যতা নিশ্চিত করে বলেন, যে ব্যক্তি জুয়া খেলবে এবং যে জুয়া খেলার স্থান করে দেবে উভয় ব্যক্তিকেই আইনের আওতায় আনা হবে। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।