Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের নোয়াগাঁওয়ে তান্ডব ক্ষতিগ্রস্থদের পাশে যুবলীগ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে সাতাইহাল ৬ মৌজা কর্তৃক অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্থ ১৩টি পরিবারের পাশে দাড়িয়েছে নবীগঞ্জ উপজেলা যুবলীগ। গতকাল শুক্রবার বিকেলে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপির নির্দেশে সরেজমিন পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ করেন যুবলীগ নেতৃবৃন্দ। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় সদস্য গাজী মোহাম্মদ শাহেদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, পানিউমদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইজাজুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমেদ খান, খয়রুল বশর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুর রহমান সুমন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অপু,্ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাজ্জাদুর রহমান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মুহিতুর রহমান রনি, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজু, পানিউমদা ইউনিয়ন যুবলীগের সভাপতি এখলাছ আহমদ খান, সাধারণ সম্পাদক মুহিত মিয়া, দেবপাড়া ইউপি যুবলীগ সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রুকুদ, শংকর পাল, অনু আহমেদ, শেখ রাসেল শরীফ, মুর্শেদ আহমদসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরিদর্শনকালে উপস্থিত নেতৃবৃন্দ এমন নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।