Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গের প্রথমরেখ গ্রামে হোসাইন আহমদ হত্যা মামলার জের ॥ প্রতিপক্ষের জনশূন্য বাড়িতে ব্যাপক ভাংচুর লুটপাট

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার প্রথমরেখ গ্রামে জমিতে হাঁসের ধান খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে হোসাইন আহমদ নিহতের ঘটনায় প্রতিপক্ষের জনশূন্য বাড়িতে ব্যাপক ভাংচুর লুটপাট করা হয়েছে। লুট করে নিয়ে গেছে ধান, চাল, গরু, বাছুরসহ দেড় কোটি টাকার মালামাল। এ ব্যাপারে ক্ষতিগ্রস্তরা মামলা দায়ের করলেও পুলিশ ভাংচুর ও লুটপাট মামলার আসামীদের গ্রেফতার করছে না বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় সূত্র জানায়, বানিয়াচং উপজেলা সদরের প্রথমরেখ গ্রামের সামায়ুন মিয়ার সাথে একই গ্রামের সোহেল মিয়া গংদের জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ১৯ এপ্রিল দুপুরে সোহেল মিয়ার হাঁস সামায়ূন মিয়ার জমিতে গিয়ে ধান খেয়ে ফেলে। এ সময় সামায়ূন মিয়ার পরে লোকজন হাঁসগুলোকে আঘাত করে পা ভেঙ্গে দেয়। এ নিয়ে সামায়ূন মিয়া ও সোহেল মিয়ার মাঝে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে স্থানীয় মুরুব্বীয়ান বিষয়টি নিষ্পত্তি করে দেন। এর মধ্যে এ ঘটনার জের ধরে সোহেল মিয়ার শ্যালক নূরুল হককে মারধোর করে সামায়ূন গং। পরদিন ২০ এপ্রিল দুপুরে এ ঘটনার জের ধরে আবারও উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে সামায়ূন মিয়ার চাচা হোসাইন আহমদ তাদের ফেরাতে যান। এ সময় হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে পড়েন। সাথে সাথে তাকে হবিগঞ্জ আড়াইশ’ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালের মর্গে হোসাইন আহমদের লাশের ময়না তদন্ত শেষে প্রথমরেখ গ্রামে নিয়ে দাফন সম্পন্ন করা হয়। পরবর্তীতে হোসাইন আহমদের ছেলে হাফিজুর রহমান সুজন বাদী হয়ে মিয়া হোসেনকে প্রধান আসামী করে ২৬ জনের বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলা দায়েরের পর আসামীপক্ষের লোকজন গ্রেফতার এড়াতে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যান। এর পরই আসামীদের বাড়িতে তান্ডব শুরু করা হয়। মহিলা ও শিশুদের উপর অমানুষিক নির্যাতন ও শ্লীলতাহানির ঘটনা ঘটায় সামায়ুন মিয়া ও তার চাচা নুর আহম্মদ গং। এতে ভয়ে বাড়িঘর ছেড়ে এলাকা থেকে পালিয়ে যায় আসামীদের স্বজনরা। গতকাল বুধবার সকালে সরেজমিনে প্রথমরেখ গ্রামে গিয়ে রাস্তা থেকে দাঁড়িয়ে বাড়িঘরগুলোর ভাংচুরের ভয়াবহ দৃশ্য দেখা যায়। তারপর আসামীদের বাড়ি গিয়ে দেখা যায়, কোন লোকজনই নেই। নারী পুরুষ সকলেই নিরাপত্তার অভাবে এলাকা ছেড়ে পালিয়েছেন। ভাংচুরকৃত দালানসহ কয়েকটি টিনের ঘরের দৃশ্য ক্যামেরায় ধারণের পর কয়েকজন লোক ছুটে আসেন। বাড়িঘরগুলো কারা ভাংচুর করেছেন তাদের এমন প্রশ্ন করা হলে তারা কোন ধরণের কথা বলতে রাজী হননি। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত বাড়িঘরে মালিকদের সাথে কথা বলে ও এজাহারের লিখিত অভিযোগে জানা যায়, হত্যা মামলার আসামী শেলু মিয়া নবনির্মিত দালান ঘরটি ভেঙ্গে প্রায় ১০ টাকার ক্ষতি করেছে। শুধু তার দালানই নয়, ঘরে থাকা নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা, স্বর্ণালংকার, ধান, চালসহ আরো ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে হামলাকারীরা। শুধু শেলু মিয়ার ঘর নয়, তাদের পক্ষের মকবুল হোসেন, মগল হোসেন, ছবিল মিয়া, মিয়া হোসেন, নুর হোসেন, সুদিন উল্লা, শাহিনুর মিয়া, সোহেল মিয়ার বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়। তাদের ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, গরু, ছাগল, ধান, চালসহ প্রায় দেড় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে শেলু মিয়া জানান, তিনি পেশায় একজন রাজমিস্ত্রির ঠিকাদার। ঘটনার দিন রাতে মৌলভীবাজার থেকে বাড়িতে এসেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি নুর আহম্মদ গং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে গাছ কেটে নিয়ে যাচ্ছে। এ সময় নিহত হোসাইন আহম্মদও আমাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে আঘাত করার জন্য তেড়ে আসছেন। এ সময় দু’পক্ষের মাঝে উত্তেজনা শুরু হয়। এর মধ্যে হোসাইন আহম্মদ মাটিতে ঢলে পড়েন। তিনি বলেন- এ ঘটনার আগে আরো দুবার নিহত হোসাইন আহমদ হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। ওইদিন আমাদের পক্ষের কোন লোক তাকে আঘাত করেনি। তিনি সংঘর্ষের দৃশ্য দেখে হৃদরোগে আক্রান্ত হন। এ অবস্থায় উদ্ধার করে তার স্বজনরা তাকে চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসাপাতালে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু প্রতিপক্ষকে ফাঁসানোর জন্যই তার স্বজনরা লাশের ময়না তদন্ত করেন এবং পরবর্তীতে আমাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন এবং হত্যা মামলা দায়েরের পর থেকে আমাদের বাড়িঘরে তান্ডব চালানো হয়। আমার দালান ভাংচুর করা হয়। আমাদের পক্ষের ১২৮ খের জমির ধান কেটে লুট করে নিয়ে যায়। এছাড়াও নগদ টাকা, স্বর্ণালংকার, চাল, গরু, ছাগল, হাঁস, মোরগসহ প্রায় দেড় কোটি টাকার মামলা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় আমাদের পক্ষ থেকে শাহিনুর বাদী হয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের মামলা দায়ের করেছেন। মামলা দায়ের করা হলেও পুলিশ এখনও কোন আসামী গ্রেফতার করছে না। আমরা ওই মামলার আসামীদের গ্রেফতারের দাবির পাশাপাশি হত্যা মামলার সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন জানান, বাড়িঘর ও লুটপাট মামলাটি এফআইআর ভুক্ত করেছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।