Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হারিয়ে যাওয়া ফুটবলকে আবার মাঠে ফিরিয়ে আনা হবে-এমপি মজিদ খান

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা হচ্ছে ফুটবল, সকল শ্রেণী পেশার মানুষের কাছে একটি একটি প্রিয় খেলা, এই হারিয়ে যাওয়া ফুটবল খেলাকে ফিরিয়ে আনতে জননেত্রী শেখ হাসিনা নানা পরিকল্পনা হাতে নিয়েছেন, ইতিমধ্যে প্রতিটি উপজেলায় একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৈরী করা হয়েছে। খেলাধূলার জন্য বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে খেলোয়াড়দের উৎসাহিত করা হচ্ছে। এক সময় বানিয়াচংয়ের কৃতি ফুটবলারগণ কলকাতাসহ বিভিন্ন নামী দামী ক্লাবের সাথে জড়িত ছিলেন, তাদের মাধ্যমে বানিয়াচংয়ে সুনাম বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এ ধরনের খেলোয়াড় তৈরী করতে হবে, যারা জাতীয় পর্য্যায়ে খেলার মাধ্যমে বানিয়াচংয়ের সুনাম বয়ে আনবে। বানিয়াচংয়ের ইতিহাসে প্রথম মেয়েদের নিয়ে একটি ফুটবল টীম গঠন করা হয়েছে। এর পেছনের কারিগর উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা ধন্যবাদ পাওয়ার যোগ্য। যার প্রচেষ্টায় মেয়েদের নিয়ে একটি সুন্দর ফুটবল টীম আমাদের উপহার দেয়া হয়েছে। গতকাল বুধবার (২ জুন) বিকেলে বানিয়াচং শেখ রাসেল মিনি সেটডিয়ামে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যেগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলায় প্রধান অতিথি প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিলও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি উপরোক্ত কথা গুলি বলেন। তিনি আরো বলেন, খেলাধুলা শরীর ও মন উভয়কে সুস্থ রাখে। খেলাধুলায় প্রতিযোগিতা থাকবে প্রতিহিংসা নয়। আজকের খেলায় যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন আর যারা বিজয়ী হতে পারেননি তাদের প্রতি রহিল শুভ কামনা রইল। বুধবার (২ জুন) বিকেলে বানিয়াচং শেখ রাসেল মিনি সেটডিয়ামে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যেগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টার, সহকারী কমিশনার ভুমি ইফফাত আরা জামান ঊর্মি, অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন, ইউনিয়ন চেয়ারম্যান রেখাছ মিয়া, ওয়ারিশ উদ্দিন খান গিয়াস উদ্দিন ও হাবিবুর রহমান প্রমুখ। উক্ত ফাইনাল খেলায় ১নং উত্তর-পূর্ব ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ২নং উত্তর-পশ্চিম ইউনিয়ন ফুটবল দল। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন যুবলীগ নোতা মোঃ সাহিবুর রহমান।