Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে বিজিবি’ দায়েরকৃত মামলার প্রতিবাদে মানববন্ধন

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার চিমটিবিল ক্যাম্পের বিজিবির মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে বিশাল মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলার আমু চা বাগানের শ্রমিকরা। গতকাল ৩১ মে সকালে বাগানের কল ঘরের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, গত বছর থেকে বিজিবি নির্দোষ চা শ্রমিকদের মাদক মামলার পলাতক আসামি করে হয়রানি করে আসছে।
গত ২৭ মে আমু চা বাগানের সমরা মুন্ডার পুত্র সুমন মুন্ডাকে মাদক সহ গ্রেফতার দেখিয়ে একই বাগানের মৃতঃ পুলেন শুক্লবৈদ্যের পুত্র সবুজ শুক্লবৈদ্য, মৃতঃ অবনি শুক্লবৈদ্যের পুত্র কান্তা শুক্লবৈদ্য ও মৃতঃ লখিন্দর শুক্লবৈদ্যের পুত্র ফুলকুমার শুক্লবৈদ্য সহ বস্তির আরো দুজনকে পলাতক দেখিয়ে মামলা দায়ের করে। মানববন্ধনে বক্তারা বলেন, জেলা কিংবা জেলার বাহিরের যে কোনো লোক মাদক নিয়ে ধরা পড়লেই বিজিবি এলাকার চা শ্রমিকদের পলাতক আসামি করে হয়রানী করে চলেছে। বক্তারা বলেন, ভবিষ্যতে নির্দোষ নিরপরাধ শ্রমিকদের মামলা দিয়ে হয়রানি করলে তারা আরো বড় পরিসরে আন্দোলন করবেন। বক্তব্য রাখেন, চা শ্রমিক নেতা ও ইউপি মেম্বার চন্দ্র তাতী, চা শ্রমিক নেতা ও সাবেক মেম্বার যুবরাজ ঝরা, চা শ্রমিক নেতা ও সাবেক মেম্বার সুদামা বর্মা, চা শ্রমিক নেত্রী ও মহিলা মেম্বার বিজলা কানু, পঁঞ্চায়েত কমিটির সভাপতি ধনেশ্বর ভুনার্জী, সাধারণ সম্পাদক মহেশ্বর উরাং, অর্থ সম্পাদক হলেন মহালী প্রমূখ।