Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে করোনা ভ্যাক্সিন শেষ আজ থেকে টিকা প্রদান বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ টিকা শেষ হয়ে যাওয়ায় আজ সোমবার থেকে হবিগঞ্জ জেলা করোনা ভ্যাক্সিনের টিকা প্রদান বন্ধ রয়েছে। পরবর্তীতে টিকা প্রাপ্তি সাপেক্ষে জাতীয় পর্যায়ের নির্দেশনা অনুযায়ী পুনরায় টিকা কার্যক্রম শুরু হবে। এ পর্যন্ত হবিগঞ্জ জেলায় টিকার প্রথম ডোজ গ্রহন করেছেন ৫৭ হাজার ৬৬৮ জন এবং দ্বিতীয় ডোজ গ্রহন করেছেন ৩৯ হাজার ৮৭৭ জন। এছাড়া রেজিষ্ট্রেশন করেছেন ৭২ হাজার ৯৩৯ জন।
ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল জানান, গতকাল পর্যন্ত আজমিরীগঞ্জ উপজেলায় রেজিষ্ট্রেশন করেছেন ৫২৭২জন, ১ম ডোজ গ্রহণ করেছেন ৪২৯০জন, ২য় গ্রহণ ২৪৯৯ জন, বাহুবল উপজেলায় রেজিষ্ট্রেশন করেছেন ৮৭৮৭জন, ১ম ডোজ গ্রহণ করেছেন ৬৪১৯জন, ২য় ডোজ ৩৩৬৭ জন, বানিয়াচং উপজেলায় রেজিষ্ট্রেশন করেছেন ৬৩৬৮জন, ১ম ডোজ গ্রহণ করেছেন ৫১৫৭জন, ২য় ডোজ ২৬২৯জন, চুনারুঘাট উপজেলায় রেজিষ্ট্রেশন করেছেন ৯৫৯৩জন, ১ম ডোজ গ্রহণ করেছেন ৭৬৬৮জন, ২য় ডোজ ৪২৯২জন, হবিগঞ্জ সদর উপজেলায় রেজিষ্ট্রেশন করেছেন ১৮৩৮৫জন , ১ম ডোজ গ্রহন করেছেন ১৫৭৮০জন, ২য় ডোজ ১৩৭১৯জন, লাখাই উপজেলায় রেজিষ্ট্রেশন করেছেন ৪৬৯৫জন, ১ম ডোজ গ্রহণ করেছেন ৩১৮১জন, ২য় ডোজ ১৯৯৯জন, মাধবপুর উপজেলায় রেজিষ্ট্রেশন করেছেন ১১১২৩জন, ১ম ডোজ গ্রহণ করেছেন ৮২৭১জন, ২য় ডোজ ৬৪৩৫ এবং নবীগঞ্জ উপজেলায় রেজিষ্ট্রেশন করেছেন ৮৭১৬জন, ১ম ডোজ গ্রহন করেছেন ৬৯০২জন ও ২য় ডোজ গ্রহন করেছেন ৪৯৩৭ জন।