Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে ৩ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যা করেছে মামী

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ জেদ এবং হিংসার রোষানলে পড়ে প্রাণ দিতে হল ৩ মাসের শিশু বাচ্চাকে। গত বৃহস্পতিবার মায়ের দুধ প্রাণ করে ঘুমিয়ে পড়ে শিশু মোহাম্ম আলী। ঘুমন্ত অবস্থায় সকলের অগোচরে শিশু মোহাম্মদ আলীকে পাশ^বর্তী ডুবাই নিয়ে ফেলে দেয় তার আপন মামী তুলনা বেগম। গতকাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে হত্যাকান্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারা জবানবন্দী দিয়েছে ঘাতক মামী। হতভাগা শিশুর মা ৮ সন্তানের জননী এবং শিশুর বাবা অন্যের বাড়ীতে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। তাদের নিজস্ব কোন বাড়ি ঘর জমি-জমা নেই। শিশুটির মা তার ভাইয়ের ঘরের পাশে লাগা একটি এক চালা ভাড়া করা ছোট ঘরে মাটিতে বিছানা করে অত্যন্ত কষ্ট করে বসবাস করে আসছেন। ঘাতক মামীর এক বছরের মেয়ে শিশু অন্য দিকে মৃত শিশুর মায়ের ৮ সন্তানের মধ্যে ৪টি ছেলে সন্তান থাকায় এবং বাচ্চার নানী মেয়ের ঘরের সন্তানদের বেশী আদরযতœ করায় এবং পারিবারিক বিষয় নিয়া বাচ্চার মায়ের সাথে কিছুদিন পূর্বে ঝগড়া করাকে কেন্দ্র করে আক্রোশে এ হত্যা কান্ডটি ঘটিয়েছে বলে স্বীকারোক্তিতে উল্লেখ করেছে মামী তুলনা বেগম। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বানিয়াচংয়ে পুকুর থেকে ৩ মাস বয়সী শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর নাম মোহাম্মদ আলী। সে আবু ছালেহ মিয়ার পুত্র। ঘটনাটি ঘটেছে (২৭ মে) বৃহস্পতিবার সকাল ৮টায়। উপজেলার ২ নম্বর ইউনিয়নের আদর্শ গ্রামে। ৮ সন্তানের জনক অতিদরিদ্র আবু ছালেহ মিয়া মানুষের বাড়িতে শ্রমিকের কাজ করেন। তার ৪ ছেলে ৪ মেয়ের মধ্যে সবার ছোট নিহত মোহাম্মদ আলীর বয়স মাত্র ৩ মাস। ঘটনার সময় শিশুটির মা বাথরুমে ছিলেন। বাথরুম থেকে এসে ছেলেকে বিছানায় দেখতে না পেয়ে খোজাখোজি করেন। পরবর্তীতে বাড়ির পিছনের পুকুরে লাশ ভেসে উঠতে দেখে থানা পুলিশ কে খবর দেওয়া হয়। থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করে। ঘটনার পরপরই রহস্য উদঘাটনে মাঠে নামে বানিয়াচং থানা পুলিশ। এরই মধ্যে গোপন অনেক তথ্য চলে আসে পুলিশের কাছে। পুলিশ ঘটনার আন্তপান্ত জানার পর গ্রেফতার করে নিহত মোহাম্মদ আলীর মামী তুলনা বেগম। ব্যাপক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে নিজের সম্পৃক্ততা স্বীকার করে। পরবর্তী আদালতে গিয়ে ১৬৪ ধারা জবানন্দী লোহহর্ষক হত্যাকান্ডের দায় স্বীকার করেছে পাষন্ড মামী।