Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ ব্যাটারি চালিত অটোরিক্সা মালিক-শ্রমিক সমিতির সভা অনুষ্টিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্যাটারি চালিত অটোরিক্সার অবিলম্বে নাম্বার প্লেইট প্রদান, নাম্বার প্লেইট প্রদানের পূর্বে গাড়ি আটকানো বন্ধ রাখা, শহরের যানজট নিরসনের জন্য রাস্তা সংস্কার ও প্রসস্থকরণ, দূরত্ব অনুযায়ী যুক্তিসংগত ভাড়া নির্ধারণসহ ৭ দফা দাবিতে ব্যাটারি চালিত অটোরিক্সা মালিক শ্রমিক ও বাংলাদেশ শ্রমিক কর্মচারি ফেডারেশন হবিগঞ্জ জেলার আন্দোলন পরিচালনা কমিটির এক সাধারণ সভা গতকাল শুক্রবার রাত ৮টায় আরডি হল মাঠে অনুষ্ঠিত হয়। ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের পরিচালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন-সংগঠনের সহ-সভাপতি শ্রমিক নেতা ধনু মিয়া, সঞ্জিব আলী, সামছুর রহমান, জেলার দপ্তর সম্পাদক শংকর শুকবৈদ্য, প্রচার সম্পাদক ছালেক মিয়া, মস্তু মিয়া, পোদ্দার অঞ্চলের সভাপতি আরব আলী, সহ-সভাপতি জাফর আলী, সাধারণ সম্পাদক গণি মিয়া, আলম বাজার অঞ্চলের সভাপতি জাহির মিয়া, সাধারণ সম্পাদক কামাল মিয়া, বালিখাল অঞ্চলের সভাপতি মধু মিয়া, সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মিন্টু, উমেদনগর অঞ্চলের সভাপতি তৌহিদ মিয়া, ধুলিয়াখাল অঞ্চলের সভাপতি তৌহিদ মিয়া, সাধারণ সম্পাদক বিলাল মিয়া, ভিংরাজ মিয়া প্রমুখ।